আন্তর্জাতিক

মাথানত ১০০ প্যালেস্তিনীয় 

PALESTINE CAPTIVE

The Truth of Bengal: হামাস ইজরায়েল যুদ্ধ ২ মাস ছাড়িয়েছে। যুদ্ধের এই আবহে ধরা দিল হাড়হিম করা দৃশ্য। গাজার রাস্তায় পরপর প্রায় ১০০ জন প্যালেস্তিনিয় নির্বস্ত্র হয়ে হাঁটু গেরে বসে থাকতে দেখা যায়। তাদের পরনে রয়েছে কেবলমাত্র অন্তর্বাস। কাপড় দিয়ে চোখ বাঁধা সকলের। এবং পাশে বন্দুক নিয়ে ঘুরতে দেখা গেল ইজরায়েলের সশস্ত্র বাহিনীদের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে এই ধরনের কিছু ভিডিও ও ছবি।

এই দৃশ্য কবে কার সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল। অনেকের দাবি ইজরায়েল হয়ত আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত নিয়ম ভুলতে বসেছে। ইজরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় অভিযান শেষ করে বেশ কিছু দিন ধরেই উত্তর গাজায় অভিযান চালাতে শুরু করেছে। এই দৃশ্য আসলে উত্তর গাজায়।

এইদিকে প্যালেস্তিনিয়দের দাবি বন্দি হওয়া সদস্যদের হামাসের সঙ্গে কোন যোগসূত্র নেই। এদের মধ্যে কেউ সাংবাদিক, কেউ পড়ুয়া আবার কেউ দোকানদার। প্যালেস্টাইনের মানবাধিকার সংস্থা আল হকের পরিচালক শাওয়ান জাবারিন এই ঘটনায় অবাক হয়ে জানিয়েছেন ইজরায়েলরা অমানবিক ভাবে প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে এইরূপ অত্যাচার চালাচ্ছে।

Related Articles