আন্তর্জাতিক

পাকিস্তানের আর্থিক বৃদ্ধির এ কী হাল ?

The Truth Of Bengal: দিন দিন যেন পাকিস্তানের সমস্যা ক্রমশ বেড়েই চলেছে, নেপথ্যে অবশ্য আর্থিক সমস্যা। একদিকে যেমন দেশের জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, তেমনই দেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রেকর্ডও ভাঙছে। ২০২৪-র হিসেব অনুযায়ী, এই বছরে মাত্র ১ শতাংশে নেমেছে সেই হারের পরিমাণ। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ধীরগতিতে এই বৃদ্ধির হার আসলে সরকারের ভুল নীতির প্রতিফলন। আর এই কারণেই বেকারত্ব ক্রমশ বেড়েই চলেছে।

পাশাপাশি, সরকারি সূত্র অনুযায়ী, এক বছর আগের এই একই সময়ে যে বৃদ্ধির হার ছিল, সেই তুলনায় এবার ০.৮৪ শতাংশ কমেছে। অন্যদিকে, জনসংখ্যা ২.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের জনসংখ্যা বার্ষিক ২.৬ শতাংশ হারে বাড়ছে। সেই সঙ্গে সে দেশে দারিদ্র্য, বেকারত্ব ও অপুষ্টিও বাড়ছে। যদিও, পাকিস্তানের এই আর্থিক দুর্দশা প্রভাব ফেলছে বিশ্বের দরবারেও। এই বিষয়ে অবশ্য পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইসহাক দরের বক্তব্য- ” দেশের আর্থিক সংকট তলানিতে ঠেকায় একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন দেশের ব্যবসায়ীরা।”

Related Articles