দেশ

জ্বলছে উত্তরাখণ্ডের নৈনিতালের জঙ্গল,এলাকায় জারি করা হয়েছে সতর্কতা

Uttarakhand's Nainital forest is on fire

The Truth of Bengal: জঙ্গলের এলাকায় দাবানলের আগুন। জঙ্গল এলাকার সেই দাবানলের আগুন এবার হাইকোর্টের দুয়ারেও। এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। নামানো হয়েছে সেনাবাহিনীও। রুদ্রপ্রয়াগ থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে।আগেই নৈনিতালের জঙ্গলে আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল। শুক্রবার আবারও নতুন করে জঙ্গলের ৩১ টা জায়গায় আগুন লেগে যাওয়ার খবর পৌঁছয় পুলিশের কাছে।

শুক্রবার সকালেই জঙ্গলের ওই আগুন পৌঁছে যায় উত্তরাখণ্ডের হাই কোর্ঠের কাছাকাছি পর্যন্ত। আগুননের শিখা নজরে পড়ে এলাকার বাসিন্দাদের। যার জেরে এলাকায় নিয়ন্ত্রিত করা হয় যানবাহন চলাচলও। সাময়িকভাবে কর্তৃপক্ষের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বোটিংও। রাতেই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। গোটা রাত ধরে বন দফতরের সঙ্গে একত্রিত হয়ে সেনা বাহিনীর জওয়ানরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। তবে লোকালয়ের কোনও অংশেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেভাবে।

জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৩৩.৩৪ একর জঙ্গল এলাকা নৈনিতালে ধ্বংস হয়েছে। অভিযোগ উঠছে এই আগুন গ্রামবাসীদের তরফ থেকেই ধরিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগেই ইতিমধ্যে রুদ্রপ্রয়াগ থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। নৈনিতালের জঙ্গলে আগুন লাগার পরিস্থিতির উপর নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এলাকার মানুষজনকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে স৬ব দফতরকে একত্রিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেন তিনি।

Related Articles