দেশ

সংসদে গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দুই যুবকের, প্রশ্নের মুখে নিরাপত্তা

two youths jumped from the gallery in  parliament to the session room

The Truth of Bengal: সংসদে লোকসভার অধিবেশন কক্ষে অবাঞ্ছিত দুই যুবক। প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। গ্যালারি থেকে দুই যবক ঝাঁপ দেয় সংসদের কক্ষে। তাদের হাতে ছিল স্মোক ক্রাক্যার। তাদের ধরে কালঘাম ছুটে যায় নিরাপত্তারক্ষীদের। কী করে ওই দুই যুবক ঝাঁপিয়ে পড়ল সংসদের কক্ষে, তা জানার চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে ওই দুই যুবককে ধরে ফেলা হয়। তাদের হেফাজতে নেয় পুলিশ। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে এমন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায়। ওই দুই যুবকের উদ্দেশ্য কী ছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সেই সময় সভায় বক্তব্য রাখছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তখনই ওই দুই যুবক গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে সভাকক্ষে। বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে। এই কাণ্ড দেখে আতঙ্কিত সাংসদরা আসন ছেড়ে উঠে পড়েন। শুরু হয় ছুটোছুটি। তাদের যখন ধরার চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা, সেই সময় তারা হাতে থাকা স্মোক ক্র্যাকার থেকে ধোঁয়া ছড়াতে থাকে।

সভায় ঢুকে পড়া দুই যুবককে স্লোগান দিতে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাদের ধরে ফেলেন। ধরা পড়ার পরও তারা স্লোগান দিতে থাকে। দ্রুত তাদের সভাকক্ষ থেকে বের করে নিয়েয যান নিরাপত্তারক্ষীরা। দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। এই ঘটনায় লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে। তাঁদের মধ্যে একজন মহিলা আছেন। সেখানে তাঁরাও একই স্লোগান দিচ্ছিলেন।

জানা যাচ্ছে, অধিবেশন  চলাকালীন যে দু’জন সংসদে ঢুকেছিল তাদের একজনের নাম সাগর। দু’জনেই সাংসদের নামে লোকসভা ভিজিটর পাসে এসেছিল। সাংসদ দানিশ আলি জানিয়েছেন, দুজনেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে এসেছিল।

Related Articles