দেশ

ফ্লাক্সের ঢাকনা খুলতেই বিপত্তি, যাত্রীদের গায়ে গরম চা, ট্রেন থেকে পড়ে মৃত্যু দুই যাত্রীর

Two passengers died when hot tea fell from the train on the passengers when the flux lid was opened

The Truth of Bengal: চলন্ত ট্রেনে চা বিক্রি করার সময় বিপত্তি। আচমকা চায়ের ফ্লাক্স থেকে গরম চা পড়ে দগ্ধ হন তিন যাত্রী। হুড়োহুড়ির মধ্যে চলন্ত ট্রেন পড়ে মৃত্যু হয়েছে দুই যাত্রীর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ট্রেনের জেনারেল কামরায় চা বিক্রি করছিলেন এক বিক্রেতা। এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার সময়, হঠাৎই ফ্লাক্সের ঢাকনা খুলে যায়। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন অনেক যাত্রী। ট্রেনের ঝাঁকুনিতে ফ্লাক্স থেকে গরম চা ছড়িয়ে পড়ে যাত্রীদের গায়ে। তিন যাত্রী দগ্ধ হন। গরম চা থেকে বাঁচতে কয়েকজন একটু সরে যাওয়ার চেষ্টা করলে তিনি ট্রেন থেকে পড়ে যান দু’জন। তাঁদের মৃত্যু হয়েছে বলে জানান যাচ্ছে। একজনের নাম-পরিচয় জানা গিয়েছে, তবে অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গিয়েছে, ঝাঁসি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন এক চা বিক্রেতা। ট্রেনটি সাগর স্টেশন যখন আসে, তখনই এই ঘটনা ঘটে। আটক করা হয়েছে ওই চা বিক্রেতাকে। গরম চায়ে যযারা পুড়ে গিয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে জিআরপি। হকারদের সম্পর্কে ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় যাত্রীদের একাংশের।

Related Articles