
The Truth of Bengal: লোকসভার ভোটে জিতেও বিধানসভায় প্রার্থী হন বিজেপির বেশকিছু নেতা। মূলতঃ রাজ্যে রাজ্যে যোগ্য মুখ খুঁজে না পেয়ে সাংসদরেই ময়দানে নামায় গেরুয়া শিবির। বিরোধী হেভিওয়েটদের সঙ্গে টক্কর দিতে কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ সবাইকেই প্রচারে দেখা যায়।এখন সেইসব সাংসদরা বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন।তাঁদের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।তাই সাংসদ পদ ছেড়ে বিধায়ক হিসেবেই তুলে ধরতে চান কেন্দ্রের শাসকদলের প্রতিনিধিরা। বুধবার লোকসভার সদস্যপদ ছাড়লেন দুই কেন্দ্রীয় মন্ত্রী-সহ ন’জন বিজেপি সাংসদ।
রাজ্যসভা থেকেও ইস্তফা দিয়েছেন এক বিজেপি সাংসদ। বিজেপি সূত্রের খবর, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে জয়ী ওই সাংসদদের এ বার রাজ্য রাজনীতিতে ‘ মন দেওয়ার জন্য’ নির্দেশ দেওয়া হয়েছে। চার রাজ্যের ভোটে দলের মোট ২০ জন সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। এঁদের মধ্যে জিতেছেন ১২ জন। তাঁদেরই মধ্যে ১০ জন বুধবার ইস্তফা দেন।
রাজস্থানের পরিচিত মুখ তথা অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন শুটার ও জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। জয়পুরেরই জোটওয়ারা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে জিতেছেন তিনি। জয়পুরের বিদ্যাধরনগর থেকে জিতেছেন রাজপরিবারের কন্যা তথা রাজসমন্দের সাংসদ দিয়া কুমারী। অলওয়ারের বিজেপি সাংসদ বালকনাথ তাঁর এলাকায় তিজারা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন।এইসব সাংসদদের এবার বিধানসভায় দেখা যাবে।রাজ্য বিধানসভায় ভূমিকা পালন করার প্রতি মন দেওয়ায় স্বভাবতই তাঁদের সাংসদ পদ ছাড়তে হল বলা যায়।