সাদা ফেনায় ঢাকল যমুনা নদী দূষণ রোধে ততপর প্রশাসন
The administration immediately covered the Yamuna river in white foam to prevent pollution

Truth of bengal: দীপাবলি পেরতে না পেরতেই দিল্লির বাতাসের গুণগত মান নামতে শুরু করেছে ক্রমশ। সাদা ফেনাতে ঢাকল যুমনা নদী। রাজধানী দিল্লির দূষণ নিয়ে চিন্তিত দিল্লি প্রশাসন। নদীর জল পরিষ্কারের জন্য দল গঠন করেছে দিল্লি জল বোর্ড কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে বিষাক্ত ফেনা।
সাদা ফেনায় ঢেকে যায় নদীবক্ষ। ছটপুজোর আগে যমুনা দনীর এহেন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়ে প্রশাসনের। প্রশাসনের তরফ থেকে এই ফেনা সরানোর কাজ শুরু হয়েছে গত সপ্তাহ থেকেই। সেক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে রাসায়নিক ডিফোমার। এমনকি সেই নদী পরিষ্কার রাকার জন্য একটি বিশেষ দল গঠন করেছে দিল্লি জল বোর্ড। প্রসঙ্গত, নভেম্বরের শুরু থেকেই ক্রমশ নামতে শুরু করেছে দিল্লির বাতাসের গুণগত মান।
রবিবার সকালেও সেই একই ধোঁয়ায় ঢাকা রাজধানীর ছবি। সকালে বাতাসের গুণগত মান ছিল ৩০০-র বেশি। কোথাও কোথাও আবার তা ছাড়িয়ে যায় ৪০০-র গণ্ডি। দিল্লির অক্ষরধাম ও আনন্দ বিহারে বাতাসের একিউআই ৫৩২, যা অত্যন্তই খারাপের সংকেত দেয়। ওই একই স ময়ে আলিপুরে একিউআই ৩১৮। দীপাবলির আগে থেকেই বাতাসের দূষণমাত্রা অত্যন্ত খারাপের দিকে যেতে শুরু করেছিল।
কিন্তু দীপাবলি পেরোতেই তা আরও খারাপ পরিস্থিতির দিকে এগোতে থাকে। সেই আবহেই এবার যমুনা নদীর জলে ফেনা ভেসে বেরানোর ছবি প্রকাশ্যে আসে। তবে দিল্লির সরকারের তরফ থকে দূষণ রোধে সবরকম প্রস্তুতি নেওযা শুরু করে।দবূসষণ রোধের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অতিশি ও পরিবেশমন্ত্রী গোপাল রাই একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন । দিল্লির পুরনিগমের পাশাপাশি দূষণ রোধ করতে উরদ্যোগী হয় এনটসিআরটিসি ও দিল্লি মেট্রো সংস্থাও।