দেশ

Tejashwi Yadav: ‘মই বহিন যোজনা’-র বিরাট ঘোষণা! ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০ হাজার টাকা দেবেন তেজস্বী যাদব

প্রথম দফার নির্বাচনের ঠিক দু’দিন আগে মহিলা ভোটারদের আকর্ষণ করতে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তথা ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।

Truth of Bengal: বিহারে বিধানসভা নির্বাচন হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। তারআগেই মহিলাদের জন্য একের পর এক প্রতিশ্রুতির ঘোষণা আরজেডি নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের। বিহারের ভোটের ময়দানে এখন নজর মহিলা ভোটে। একটি নির্বাচনকে কেন্দ্র করে হরির লুটের মতো খয়রাতির রাজনীতি সম্ভবত প্রথমবার দেখছে ভারত। প্রথম দফার নির্বাচনের ঠিক দু’দিন আগে মহিলা ভোটারদের আকর্ষণ করতে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তথা ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, যদি তাঁদের জোট ক্ষমতায় আসে, তবে রাজ্যের মহিলারা বছরে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর দাবি, আগামী বছর ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন থেকেই উপভোক্তাদের হাতে পৌঁছে যাবে এই অর্থসাহায্য (Tejashwi Yadav)।

মহিলা ভোটকে লক্ষ্য করে ইতিমধ্যেই নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার চালু করেছে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’। এই প্রকল্পে রাজ্যের প্রায় ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ১০ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।এদিন তেজস্বী আরও জানান, মহাগঠবন্ধন ক্ষমতায় এলে রাজ্যের কৃষকদের জন্যও বিশেষ সুবিধা ঘোষণা করা হবে। ধানচাষিদের কুইন্টাল প্রতি ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল প্রতি ৪০০ টাকা করে ন্যায্য সহায়ক মূল্য দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি (Tejashwi Yadav)।

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফা ভোট হবে ১১ নভেম্বর, আর ভোটগণনা ও ফলপ্রকাশ ১৪ নভেম্বর। রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’-এর মধ্যে। পাশাপাশি প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও ময়দানে। ভোটের অঙ্ক বলছে, প্রায় দু’দশক ধরে বিহারের মহিলা ভোটারদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-র পাশে থেকেছেন। সেই ভোটব্যাঙ্কে ভাঙন ধরাতেই এবার মহিলা ভোটারদের জন্য বড় দাওয়াই নিয়ে এলেন তেজস্বী যাদব। অন্যদিকে, নীতীশ শিবির আবার ভোটের প্রচারে বার বার তুলছে আরজেডি আমলের ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গ। ফলে বিহারের নির্বাচনী লড়াইয়ে ‘মহিলা ভোট’-ই হয়ে উঠেছে সবচেয়ে বড় সমীকরণ (Tejashwi Yadav)।

Related Articles