দেশ

Supreme Court: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ‘জুতো ছোড়ার চেষ্টা’ আইনজীবীর

প্রধান বিচারপতির একটি মন্তব্যে 'সনাতন ধর্মের অপমান' হয়েছে—এই অভিযোগেই হামলা করার চেষ্টা হয়েছে বলে জানা গেছে

Truth of Bengal: সুপ্রিম কোর্টে এক মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিআর গাভাই-এর দিকে এক আইনজীবী জুতো ছুড়ে মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রধান বিচারপতির একটি মন্তব্যে সনাতন ধর্মের অপমান’ হয়েছে—এই অভিযোগেই হামলা করার চেষ্টা হয়েছে বলে জানা গেছে (Supreme Court)।

ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টের নিরাপত্তাকর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং অভিযুক্ত আইনজীবীকে ধরে আদালতের বাইরে নিয়ে যান। ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাস্থলে নয়া দিল্লি এবং সুপ্রিম কোর্টের ডিসিপি (ডিপুটি কমিশনার অফ পুলিশ) উপস্থিত রয়েছেন (Supreme Court)।

প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর হঠাৎ চিৎকার করে ওঠেন, “সনাতন ধর্মের অপমান সইবো না।” এর পরেই তিনি প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন। তবে, নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই তাঁকে কাবু করে ফেলেন। এই অপ্রত্যাশিত ঘটনায় দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই বিন্দুমাত্র বিচলিত হননি বলে জানিয়েছেন। ঘটনার পর তাঁর প্রতিক্রিয়া ছিল, “এই ধরনের ঘটনায় আমরা বিচলিত হই না।” এরপর তিনি অন্য মামলার শুনানি স্বাভাবিকভাবে চালিয়ে যান (Supreme Court)।

Related Articles