দেশ
Trending

কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই, জোট নিয়ে বেসুরো ভগবন্ত মান…   

No question of compromise with Congress, confuse Bhagwant Mann on alliance

The Truth Of Bengal: চণ্ডীগড় পুরনিগমে আসন সমঝোতা চূড়ান্ত করেছে আপ ও কংগ্রেস। তার ঠিক পরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বললেন কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই। পাঞ্জাবের ১৩ আসনের ১৩টিই জিতবে আপ।

আগামী লোকসভা নির্বাচনে মোদি সরকারকে ধাক্কা দিতে জোট বেঁধেছে টিম ‘ইন্ডিয়া’। কিন্তু, সর্বভারতীয় ক্ষেত্রে একজোট হওয়ার কথা বললেও রাজ্যে রাজ্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে শরিকদের মধ্যে। এবার পাঞ্জাবে প্রার্থী দেওয়া নিয়ে সম্মুখসমরে নেমেছে ইন্ডিয়া-র দুই শরিক আম আদমি পার্টি ও কংগ্রেস। দু’দলের রাজ্য স্তরের নেতারা স্পষ্ট জানিয়েছেন, হাইকমান্ড জোটের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, রাজ্যে জোট বেধে নয়, হবে এককভাবে লড়াই। পাঞ্জাবের আপ সরকারের মন্ত্রী আনমোল গগন মান স্পষ্ট জানিয়েছেন, আপের প্রতীকে রাজ্যের ১৩টি আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এখানে আমাদের সঙ্গে কংগ্রেসের কোনও সমঝোতা হয়নি। একই সুর শোনা গিয়েছে হাত শিবিরের অন্দর থেকেও। প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা স্পষ্ট জানিয়েছেন, জোট নিয়ে দলের মধ্যেই পক্ষে ও বিপক্ষে একাধিক মতামত রয়েছে। এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধী ১৩টি আসনেই লড়ার জন্য তাদের প্রস্তুত হতে বলেছেন। এই পরিস্থিতিতে পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সাবধানী প্রতিক্রিয়া, হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।

দলের জোট বিরোধী গোষ্ঠীর প্রতি তাঁর বার্তা, দেশে গণতন্ত্র রক্ষা করতে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আসতে হবে। এমত পরিস্থিতিতে চণ্ডীগড় পুরনিগমে আসন সমঝোতা চূড়ান্ত করেছে আপ ও কংগ্রেস। আপ নেতা রাঘব চাড্ডা ঘোষণা করেছিলেন, এটা ইন্ডিয়া জোটের প্রথম জয়। তার ঠিক পরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ঘোষণা করেন, পাঞ্জাবের ১৩ আসনের ১৩টিই জিতবে আপ। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই। পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, পাঞ্জাবের ১৩ লোকসভা আসনের ১৩ টিতেই জিতবে আপ। অর্থাৎ ১৩ আসনেই প্রার্থী দেবে সেরাজ্যের শাসকদল। কোনও আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। পাঞ্জাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেকে অবশ্য বলছেন, এ হল চাপের কৌশল। যাতে জোট হলেও নির্ণায়ক শক্তি হয় আপই।

Free Access

Related Articles