দেশ

ফের রেল দুর্ঘটনা, মধ্যপ্রদেশে বেলাইন সোমনাথ এক্সপ্রেসের একাধিক কামরা

Multiple rooms of Beeline Somnath Express in Madhya Pradesh

Truth Of Bengal : দেশ জুড়ে একের পর ঘটে চলেছে ভয়াবহ রেল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। বহুবার ভারতীয় রেলে দুর্ঘটনা ঘটার পরে ফুস ফেরেনি কর্তৃপক্ষের। এবার ফির এক দুর্ঘটনা। মধ্যপ্রদেশে দুই লাইন ইনদওর থেকে জব্বলপুর থেকে সোমনাথ গ্রামে সোমনাথ এক্সপ্রেস। ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের দুটি কামরা। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। অঘটনে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘড়িতে যখন সকাল ৫ টা ৫০ মিনিট, ঠিক তখনই ঘটে গেল কি ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা যায়, শনিবার সকাল থেকে জব্বলপুর স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার জন্য ট্রেনটি এগোচ্ছিল। প্ল্যাটফর্ম থেকে মাত্র ১৫০ মিটার দূরে ছিল ট্রেনটি। হঠাৎ বিকট আওয়াজ করে লাইনচ্যুত হয় গুজরাট গামী সোমনাথ এক্সপ্রেস। যেহেতু ট্রেনটির গতি কম ছিল তাই বড়সড়ো ক্ষয়ক্ষতি ঘটেনি। তবে ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। এরপর চলে ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নেওয়ার কাজ। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে গোটা ঘটনার একটি তদন্ত শুরু করা হয়েছে।

পশ্চিম মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, “ট্রেনটি ইনদওর থেকে আসছিল। জব্বলপুর স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার জন্য খুব ধীর গতিতে এগোচ্ছিল ট্রেনটি। সেই সময়েই দু’টি কামরা বেলাইন হয়। ট্রেনটি প্রায় থামবে থামবে করছিল, ফলে ওই ধীর গতির কারণে যাত্রীরা সকলে নিরাপদ রয়েছেন। ঘটনার পর যাত্রীরা সকলেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।”

Related Articles