অবিভাবকরা ভোট দিলে পরীক্ষায় বাড়তি নম্বর সন্তানদের
If the parents vote, the children get extra marks in the exam

The Truth of Bengal: অবিভাবকরা ভোট দিলে নম্বর পাবে সন্তানরা। ভোটদানের হার বাড়াতে এমনই ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশে। শুধু তাই নয়, শিকাহ প্রতিষ্ঠানের যে সব কর্মী ভোট নেওয়ার কাজে যুক্ত থাকবেন তাঁদের বেতনের একদিনের বাড়তি টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত চার দফা ভোট হয়ে গিয়েছে। গোট দেশের ভোটদানের হার খুব একটা সন্তোষজনক নয়। তাই ভোটদানে উৎসাহ বাড়াতে এমন পদক্ষেপ।
আগামী ২০ মে উত্তরপ্রদেশের লখনউতে পঞ্চম দফায় ভোট হবে। ভোটারদের উৎসাহিত করতে লখনউ-এর স্কুলগুলি এমন উদ্ভাবনী পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। যে সব পড়ুয়ার বাবা-মা ভোট দেবেন, তাদের পরীক্ষায় ১০ অতিরিক্ত নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীদের একটি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে ওই অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদেরও একদিনের অতিরিক্ত বেতন দেওয়া হবে।
সেন্ট জোসেফস গ্রুপ অফ ইনস্টিটিউশনের ডিরেক্টর অনিল আগরওয়াল বলেছেন, লখনউ লোকসভা নির্বাচনে ভোটের শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই পড়ুয়াদের জন্য বাড়তি ১০ নম্বর দেওয়ার ঘোষণা করা হয়েছে। লখনউ লোকসভা আসনে লড়ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে, সমাজবাদী পার্টি প্রার্থী করেছে রবিবাদ মেহরোত্রাকে। লড়াইয়ে আছেন বিএসপি প্রার্থী সারোয়ার মালিক। সেই লখনউ কেন্দ্রে ভোটদানের হার বাড়াতে অভিনব পুরস্কারের ঘোষণা।