৬ বছরের শিশুর জীবন বাঁচাতে রাস্তায় আবির্ভূত ডাক্তাররূপী ভগবান! শিশুটিকে কিভাবে বাঁচালেন তিনি?
God in the form of a doctor appeared on the street to save the life of a 6-year-old child! How did he save the child?

The Truth Of Bengal : ‘জাকো রাখে সাইয়ান মার সাকে না কোই’ এই কথাটি ফের একবার সত্য বলে প্রমাণিত হল। অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়ার ডক্টর রাভালি CPR দিয়ে 6 বছরের শিশুকে পুনরায় জীবন দান করলেন। আর শুনলে অবাক হবেন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কোন হাসপাতালে নয় করা হয়েছিল রাস্তার ধারে।
জানা যায়, একটি শিশু খেলতে খেলতে হঠাৎই ইলেকট্রিক শক লেগে রাস্তায় পড়ে যায়। এরপর তার বাবা-মা তাকে জাগানোর চেষ্টা করলে সে সাড়া দিতে অক্ষম হয়। থেমে যায় হার্টবিট। পরিবারের সদস্যরা অবশেষে কোন পথ না পেয়ে শিশুটিকে কাঁধে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন। সেই সময় যেন ভগবান রূপের হাজির হন মেডসি হাসপাতালের প্রস্তুতি বিশেষজ্ঞ নান্নাপানেনি রাওয়ালি।
डॉक्टर की सूझबूझ से हुआ कमाल, सड़क पर CPR देने से बची छह साल के बच्चे की जान..देखिए वीडियो
ये प्रक्रिया किसी अस्पताल में नहीं बल्कि सड़क पर की गईये बहुत ही चिंता जनक है आज कल जिस तरह लोग खान पान और रहन सहन कर रहे हैं उसी का नतीजा है ये अभी भी वक़्त है ये पिज़्ज़ा बर्गर मोमोस… pic.twitter.com/dMIkiR7jOm
— Ashutosh Jha (मोदी का परिवार ) (@caashujha) May 18, 2024
রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাওয়ালি। হঠাৎ এই কান্ড দেখে থমকে যান তিনি। কি হয়েছে জানতে চাইলে শিশুটির বাবা-মা সমস্ত ঘটনা জানান। এরপর সঙ্গে সঙ্গে শিশুটিকে রাস্তায় CPR দেওয়া শুরু করেন নান্নাপানেনি। আশ্চর্যজনক ভাবে শিশুটি আবার শ্বাস নিতে শুরু করে।
বিজয়ওয়াড়ায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বিজয়ওয়াড়ার আয়াপ্পা নগরের ছয় বছর বয়সী বালক সাই 5 মে সন্ধ্যায় দুর্ঘটনাক্রমে বৈদ্যুতিক শক পেয়েছিলেন, যার পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়েছিল। মেডসি হাসপাতালের একজন প্রসূতি বিশেষজ্ঞ নান্নাপানেনি রাওয়ালি ছেলেটিকে পরীক্ষা করেন এবং তার বাবা-মাকে ছেলেটিকে রাস্তায় শুইয়ে দিতে বলেন। পরে তার দ্বারা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রক্রিয়া শুরু হয় এবং টানা ৫-৬ চেষ্টার পর ছেলেটি আবার শ্বাস নিতে শুরু করে।