মহাকাশে যাচ্ছেন চার ভারতীয়, মহাকাশচারীদের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর
Four Indians are going to space

The Truth Of Bengal : চাঁদে আগেই ইতিহাস রচনা করেছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে নেমেছে চাঁদের দক্ষিণ মেরুতে নামে চন্দ্রযান। এবার মহাকাশ গবেষণায় ইতিহাস গড়তে চলেছে দেশ। বহু প্রতিক্ষিত ‘গগনযান’ মিশনের চার মহাকাশচারীর নাম প্রকাশ্যে আনল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ওই মহাকাশচারীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণ দেশীয় ভারতীয় বিজ্ঞানীদের তৈরি ‘গগনযান’-এ মহাকাশ পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা।
গত ২১ অক্টোবর সফল মহড়া হয় গগনযানের। ২০২৫ সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের নিয়ে সেই গগনযানের পাড়ি দেওয়ার কথা মহাকাশে। কঠিন প্রশিক্ষণের জন্য ওই মহাকাশচারীদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। এবার সেই মহাকাশচারীদের নাম ঘোষণা করা হল আনুষ্ঠানিক ভাবে।
মিশন সফল হলে ভারত হবে চতুর্থ দেশ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন সফল মহাকাশচারী পাঠিয়েছে অন্তরীক্ষে। তবে এই প্রথম দেশীয় মহাকাশযানে দেশের মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার প্রস্তিতি নিলেও চল্লিশ বছর আগে মহাকাশ যাত্রায় ভারতের নাম যুক্ত হয়। ১৯৮৪ সালে সোভিয়েত মিশনের অংশ হয়ে মহাকাশে পাড়ি দেন ভারতের রাকেশ শর্মা।
মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা অঙ্গ হিসাবে গত অক্টোবর মাসে পরীক্ষামূলক ভাবে মহাকাশে মানববিহীন গগনযান পাঠায় ইসরো। মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পর তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা হবে কী ভাবে তা দেখা হয়। গগনযানের উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। তারপর আসবে চূড়ান্ত মুহূর্ত। ২০২৫ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হবে। তিন দিন মহাকাশে থাকার পর চার মহাকাশচারীকে নিয়ে ফিরে আসবে গগনযান। কে কে যাবেন মহাকাশে, এবার তাঁদের নাম জানালেন প্রধানমন্ত্রী।
FREE ACCESS