উদ্ধারপর্ব শেষে ভারতীয় সেনাকে বিদায় ওয়েনাড়বাসীর
Farewell to the Indian army of the people of Waynad after the rescue phase

The Truth Of Bengal: ভয়াবহ ভূমিধসে তলিয়ে যায় কেরলের ওয়ানড়ের চারটি গ্রাম। প্রাণ হারান প্রায় চারশোর বেশি মানুষ।সেনারা ১০ দিনের মাথায় উদ্ধারপর্বের কাজ শেষে তাদের বিদায় অভ্যর্থনা জানান ওই বিপর্যস্ত এলাকার মানুষ। অভ্যর্থনা সেনাবাহিনীর কুকুরদেরও মেঘভাঙা বৃষ্টি ও সেই বৃষ্টি থেকে ভয়াবহ ভূমিধসের ঘটনা কেরলের ওয়ানড়ে।
তলিয়ে গিয়েছে প্রায় ৪টি গ্রাম। প্রান হারান প্রায় ৪০০-র বেশি মানুষ। এই ভয়াবহ বিপদের সময়ে ওই সমস্ত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা। দিনরাত এক করে টানা ১০দিন ধরে চলে তাদের উদ্ধারকাজ। সরকারি মতে এই বিপর্যয়ে প্রায় ৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। দিন দশেক পর উদ্ধারকার্য শেষে সেইসমস্ত মানুষেদের বিদায় অভ্যর্থনা নিয়ে কেরলের ওয়ানড় ছাড়লেন সেনা বাহিনী।
সেনাবাহিনীর সহযোগীতায় তারা আপ্লুত বলে নিজেরাই জানিয়েছেন সেকথা। ওয়েনাড় ছাড়ার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যেমন ওই বিপর্যস্ত মানুষগুলোর বিদায় অভ্যর্থনা ছিল। সেই সঙ্গে সেনাবাহিনীর কুকুররাও অভ্যর্থনা পাওয়া থেকে বাদ যায়নি। সেখানকার মানুষরা বিদায় অভ্যর্থনা জানান সেনাবাহিনীর কুকুরদেরও। রাত-দিন এক করে ধ্বংসস্তুপের নীচ থেকে শুধুমাত্র গন্ধ শুঁকে জীবিত বা মৃত ব্যক্তিকে খুঁজে বের করেছে জগ স্কোয়াড টিম।
তাদের সেই কাজে যে সাখানকার মানুষ আপ্লুত, সেকথাও জানান তারা। কোটি ডিফেন্স পাবলিক রিলেশনস অফিসার একটি ভিডিও সামনে আনেন। সেই ভিডিওতেই দেখা যায়, সেনাবাহিনীর এলাকা ছাড়ার সময়, তাঁদের ঘিরে করতালি দিচ্ছেন সেখানে উপস্থিত সকলে। ভারতীয় সেনাবাহিনীর নামে উঠছে মুহুর্মুহু জয়ধ্বনি।