দেশ

ডিপফেক রুখতে আরও কড়া আইন কেন্দ্রের

Center for stricter laws to prevent deepfakes

The Truth of Bengal: ডিপফেক জ্বরে কাঁপছে গোটা বিশ্ব।  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এই ডিপ ফেকের স্বীকার। এধরনের ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ার জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করা হচ্ছে। এবার এই ডিপ ফেক ভিডিও এবং আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচতে নয়া আইনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে এই কথা জানালেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিপফেক বিষয়টি ক্রমশ গুরুতর হয়ে উঠছে বলে তিনি জানান, ইন্টারমিডিয়ারি রুলসের নিয়মাবলীতে সংশোধন আনা হচ্ছে। যার জেরে ভুয়ো তথ্য সহজেই চিহ্নিত করা যাবে। এইসঙ্গে ততক্ষণাত তা মুছেও ফেলতেও দায়বদ্ধ থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিই।

তবে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোব জানান যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আগের থেকে এখন অনেক বেশি পরিমানে সতর্ক কন্টেন্টের দিক থেকে। তারপরও ডিপফেক বা ভুয়ো খবর ছড়িয়ে পড়লে তার দায় বর্তাবে তাদের উপরই। সেটা নিশ্চিত করতেই এই নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। তিনি বলেন, টেলিকম বিল ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল পাশ আগেই হয়েছে, এবার কাজ চলছে আরও একটি কাজের।

Related Articles