দেশ

ভূমিধস নিয়ে কোন সতর্কবার্তা দেয়নি কেন্দ্র, অমিত শাহের দাবি খারিজ করে জানালেন বিজয়ন

Center did not give any warning about landslides, Vijayan said rejecting Amit Shah's claim

The Truth Of Bengal: কেরলের ভূমিধসের মৃতের সংখ্যা প্রায় একশোর গণ্ডি পেরিয়েছে।এই ভূমিধসের কারণ নিয়ে যথারীতি তোলপাড় চলছে রাজ্য রাজনীতি মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি খারিজ করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এইদিকে অমিত শাহ সংসদে জানিয়েছেন , কেরলে অত্যধিক বৃষ্টির পূর্বাভাস ছিল। তার প্রভাবে যে ধস নামতে পারে, আগেই তা বোঝা গিয়েছিল। অমিত শাহ নাকি এক সপ্তাহ আগের থেকে সর্তকতা করেছিল কেরল সরকারকে।

কিন্তু এই বিষয়ে কেরলের সরকার স্পষ্ট ভাষায় জানান, ‘‘ওয়েনাড়ে ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের তরফে কেরলকে কোনও সতর্কবার্তা পাঠানো হয়নি।’’ অমিত শাহ বুধবার সংসদের উচ্চকক্ষের দাবি করেন , কেরলের ওয়েনাড়ে ভূমিধসকান্ডের এক সপ্তাহ আগে অর্থাৎ ২৩ শে জুলাই বিজয় সরকারের কাছে এ বিষয়ে সতর্ক বার্তা করেছিল। বৃষ্টিপাতের ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনেই পাঠিয়ে দেওয়া হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ন’টি দল। অমিত শাহ আরো জানান ‘‘কেরলে আগেভাগেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ন’টি দলকে পাঠানো হয়েছিল। কিন্তু কেরল সরকার সময় থাকতে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর বন্দোবস্ত করেনি। তা করা হলে প্রাণহানি কিছুটা হ্রাস পেত।’’ অমিত শাহের এহেন মন্তব্য শুনে , কেরলের মুখ্যমন্ত্রী বলেন , ‘‘কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর তরফে ভূমিধসের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

শুধু ওয়েনাড় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সংক্রান্ত কমলা সতর্কতা। কার্যক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে ৫০০ মিলিমিটারের বেশি। যা পূর্বাভাসের তুলনায় অনেক বেশি।’’ এর পরেই তাঁর ‘তাৎপর্যপূর্ণ’ মন্তব্য, ‘‘মঙ্গলবার ভোরে ভূমিধসের পরেই অবশ্য ওই জেলার (ওয়েনাড়) জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছিল।’’ উল্লেখ্য, এখনো পর্যন্ত ওয়েনাড়ে ভূমিধসের কারণে প্রায় ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে শতাধিক মানুষ। এখনো পর্যন্ত বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মানুষদের খোঁজার জন্য জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি কেরলে উদ্ধার কাজে নেমেছে সেনারাও।

Related Articles