দেশ
Trending

মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণার দাবি,‘INDIA’ জোটে ঢুকতে শর্ত বিএসপির

BSP's demand to declare Mayawati as the prime ministerial candidate is the condition of entering the 'INDIA' alliance

The Truth Of Bengal: এবার খানিক অবস্থান বদলানোর ইঙ্গিত দিলেন বেহেনজির দলের সাংসদ। ইন্ডিয়া জোটে তাঁদের বিশেষ আপত্তি নেই, শুধু মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে। এমনটাই দাবি করলেন বিএসপির সাংসদ মলুক নাগর।

এতদিন বিরোধী শিবিরের চেয়ে বেশি বিজেপির সুর শোনা যাচ্ছিলো মায়াবতীর গালায়। ইন্ডিয়া ও এনডিএ দুই শিবিরের থেকেই দূরত্ব বজায় রাখছিলেন মায়াবতী। এবার খানিক অবস্থান বদলানোর ইঙ্গিত দিলেন বেহেনজির দলের সাংসদ। ইন্ডিয়া জোটে তাঁদের বিশেষ আপত্তি নেই, শুধু মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে। দাবি করলেন বিএসপির সাংসদ মলুক নাগর। মলুক নাগরের দাবি, ইন্ডিয়া জোট যদি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কথা ভেবে থাকে তাহলে মায়াবতী বেশি ভালো বিকল্প হতে পারেন। খাড়গের চেয়ে বেশি গ্রহণযোগ্য মায়াবতী। বিএসপি সাংসদ মলুক নাগর এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, ‘‘লোকসভা নির্বাচনে মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা উচিত। তা করলেই ২০২৪-এ বিজেপিকে রোখা সম্ভব।”

মায়াবতীর দলের বর্ষিয়ান নেতা বলছেন, “কংগ্রেস যদি কোনও দলিতকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে চায় তবে মায়াবতীই সেরা।” তাঁর ইঙ্গিত এই শর্ত মেনে নিলে বিএসপি ইন্ডিয়া জোটে ঢুকে পড়তে পারে, সেক্ষেত্রে ‘বেহেনজি’ ইন্ডিয়াকে সদর্থকভাবে দেখবেন। মলুক নাগর বলছেন, একাধিক রাজ্যে বিএসপির ভোটব্যাঙ্ক আছে। শুধু উত্তরপ্রদেশেই ১৩ শতাংশের বেশি ভোট রয়েছে। ফলে ৬০টির বেশি আসন জিততে পারে বিএসপি। বিএসপির ওই সাংসদ বলছেন, মায়াবতীর মূল রাগ কংগ্রেসের উপর। কংগ্রেসের উচিত বিএসপির বিধায়ক ভাঙানোর জন্য ক্ষমা চাওয়া। একই সঙ্গে তাঁর দাবি, মায়াবতীকে ইন্ডিয়া জোটে নিতে আপত্তি নেই অখিলেশ যাদবেরও।

যদিও মায়াবতীর এই ‘অযৌক্তিক’ দাবি ইন্ডিয়া জোট সম্ভবত মানবে না। প্রথমত, ভোটের আগে কাউকে মুখ না ঘোষণা করাটা ইন্ডিয়া জোটের ঘোষিত নীতি। তাছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের আসনরফা অনেক দূর এগিয়েছে। এর পর মায়াবতীকে জোটে জায়গা দিতে হলে সব সমীকরণ খর্ব হবে।

Free Access

Related Articles