দেশ

গুজরাটে সেতু ভেঙে বিপত্তি, মৃত ১, ধ্বংসাবশেষের তলায় অন্তত ৪ জন

Bridge collapses in Gujarat, 1 dead, at least 4 trapped under debris

Truth Of Bengal: গুজরাটের আনন্দ জেলায় মঙ্গলবার এক বড় দুর্ঘটনা ঘটেছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি সেতু। সেতুর ধ্বংসস্তূপের নিচে অন্তত চারজন শ্রমিক চাপা পড়েছেন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর।

দুর্ঘটনাটি ঘটে ভাসাড় এলাকায়, যেখানে বুলেট ট্রেন প্রকল্পের জন্য একটি সেতু নির্মাণের কাজ চলছিল। সেতুটি আচমকা ভেঙে পড়ার সময় সেখানে কাজ করছিলেন চারজন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বাকিরা গুরুতর আহত।

ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। উদ্ধারকাজ চলছে, এবং ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরানোর জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে এবং একজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, রেল কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, এবং তারা নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ দ্রুত শেষ করার পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।

এখনও পর্যন্ত আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে, এবং উদ্ধারকারীরা আশাবাদী যে বাকি শ্রমিকদেরও দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। দুর্ঘটনাটি নিয়ে আরও তথ্য আসতে পারে, কারণ উদ্ধার কাজ জোরকদমে চলছে।

Related Articles