বুধবার আরও সচেতন অযোধ্যা, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার তৎপর প্রশাসন
Ayodhya is more aware on Wednesday, this time the administration is active to avoid unpleasant incidents

The Truth Of Bengal : সোমবার রামমন্দিরের উদ্বোধনের পর মঙ্গলবার প্রথমবারের জন্য জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দির। পাঁচ লক্ষেরও বেশি মানুষের জমায়েত হয়েছিল প্রথমদিনই। সেই ভিড় সামলাতে নাজেহাল পরিস্থিতিতে পড়তে হয়েছিল প্রশাসনকে। দুপুরের আগেই দর্শনার্থীদের চাপে ব্যারিকেড ভেঙে যায় পুলিশের। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়েই নয়া পথ অবলম্বন অযোধ্যা প্রশাসনের। মঙ্গলবারই রামলালার দর্শন চলেছিল রাত ৯টা পর্যন্ত। যে দর্শন হওয়ার কথা ছিল সন্ধ্যে ৭টা পর্যন্ত।
আর বুধবার থেকে চালু হল নতুন নিয়ম। ভোর ৬টা থেকে দর্শন শুরু। দর্শন শেষ রাত ১০টাতে। মাঝে সাড়ে ১১টাতে ভোগ আরতির সময় নির্ধারণ এবং সন্ধ্যে সাড়ে ৭টায় সন্ধ্যারতি। সন্ধ্যারতির কিছুসময় দর্শন বন্ধ থাকলেও মন্দিরে প্রবেশাধিকার থাকবে। প্রসঙ্গত, এর আগে ঠিক করা হয়েছিল বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরে রামলালার দর্শন। আর দর্শন শুরুর সময় নির্ধারন হয়েছিল সকাল ৭টা।
অন্যদিকে বুধবার থেকেই অযোধ্যা ধাম স্টেশন চালু হওয়ার কথা থাকলেও সেটা এখনই হচ্ছে না বলে জানা যাচ্ছে। শুধমাত্র মন্দিরের সময়সীমাই পরিবর্তন হয়েছে তা নয়, যেকোনও অপ্রিতিকর পরিস্থিতি এড়ানোর জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। আগের তুলনায় অনেকটাই বেশি পুলিশ ও আধা সমরিক বাহিনী মোতায়েন। মন্দির চত্বরেই রয়েছেন প্রায় এক হাজার জন জওয়ান। দর্শনার্থীদের সামলাতে তৎপর রয়েছেন সিআরপিএফ জওয়ানরাও।
FREE ACCESS