Ayodhya Blast: বিভীষিকা অযোধ্যায়! ভয়াবহ বিস্ফোরণে ধূলিসাৎ গোটা বাড়ি, মৃত্যু অন্তত ৫ জনের
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়িটি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
Truth of Bengal: ফের শোকের ছায়া যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের অযোধ্যায় এক মর্মান্তিক বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। অযোধ্যার পাগলাভারি গ্রামের একটি বাড়িতে বৃহস্পতিবার আচমকাই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়িটি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত পাঁচজনের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি, আহত অবস্থায় উদ্ধার হওয়া অন্যান্যদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন যে, বাড়ির ধ্বংসাবশেষের নিচে এখনও অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তাঁদের উদ্ধারের জন্য জোর কদমে চেষ্টা চালানো হচ্ছে (Ayodhya Blast)।
VIDEO | Ayodhya: Explosion destroys a house in Pagladhari Village, leaving five dead. Emergency services rushed to the spot.#ayodhya #explosion
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/1VIH7T5a4a
— Press Trust of India (@PTI_News) October 9, 2025
কিন্তু ঠিক কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। অযোধ্যার জেলাশাসক নিখিল টিকারাম ফুন্দে জানিয়েছেন, প্রাথমিকভাবে পুলিশের অনুমান— ঘরে কোনো আতশবাজি বা অন্যান্য বিস্ফোরক পদার্থ মজুত ছিল না। বরং, সম্ভবত প্রেশার কুকার বা গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। তবে, বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত করতে ফরেনসিক টেস্টের পরেই জানা যাবে বলে তিনি জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আহতদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করা এবং উদ্ধারকাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Ayodhya Blast)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
অন্যদিকে, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। তিনি গোটা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মাত্র একদিন আগেই যোগীরাজ্যের কানপুরে একটি দোকানে একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল। বুধবারের সেই ঘটনায় আটজন জখম হন এবং দুটি স্কুটার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেদিনের ঘটনাতেও পুলিশের প্রাথমিক দাবি ছিল, বাজি নয়, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপর্যয় ঘটেছিল। পরপর এই ধরনের ঘটনায় রাজ্যে গ্যাস সিলিন্ডার বা প্রেশার কুকার বিস্ফোরণের কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যের সাধারণ মানুষ (Ayodhya Blast)।






