মাঝ আকাশে দেবদূত! ফ্লাইটে অসুস্থ যাত্রীর জীবন বাঁচালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক
ফ্লাইটের মধ্যেই জেনি অচেতন হওয়ার আগে কাঁপতে শুরু করলে অঞ্জলি দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
মাঝ আকাশেই এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। গোয়া থেকে দিল্লি যাত্রা করা একটি ফ্লাইটে ৩৪ বছর বয়সী আমেরিকার ক্যালিফোর্নিয়া বাসিন্দা জেনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর বোন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসেন কর্নাটকের বেলগাভি জেলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অঞ্জলি নিম্বালকর, যিনি পেশায় চিকিৎসক।
Deeply moved and incredibly proud to hear about the remarkable presence of mind and compassion shown by former Khanapur MLA Dr. Anjali Nimbalkar during a Goa–New Delhi flight. When an American woman suffered a medical emergency mid-air, Dr. Anjali instantly rose to the occasion… pic.twitter.com/CE65RVxl0Q
— Siddaramaiah (@siddaramaiah) December 14, 2025
ফ্লাইটের মধ্যেই জেনি অচেতন হওয়ার আগে কাঁপতে শুরু করলে অঞ্জলি দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। দিল্লি পৌঁছানোর পরই জেনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সাহসী পদক্ষেপ ও মানবিক কাজে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অঞ্জলিকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেন।
অঞ্জলি জানিয়েছেন, তিনি শুধু চিকিৎসক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন। রাজনীতির কারণে দীর্ঘ সময় নিজের পেশা থেকে দূরে থাকলেও ফ্লাইটের মাঝেই যাত্রীদের জীবন রক্ষা করতে তিনি এক মুহূর্তও সময় নষ্ট করেননি। এই ঘটনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।


