দেশ
Trending

জম্মু-কাশ্মীর থেকে ‘AFSPA’ প্রত্যাহারের ইঙ্গিত অমিত শাহের

Amit Shah hinted at withdrawing AFSPA from Jammu and Kashmir

The Truth Of Bengal : জম্মু ও কাশ্মীর থেকে (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা প্রত্যাহার করার ব্যাপারে বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে উপত্যকা থেকে আফস্পা আইন তুলে নেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হিংসাদীর্ণ জম্মু ও কাশ্মীরে বহু বছর ধরে লাগু রয়েছে বিতর্কিত আফস্পা আইন। এই আইনের বলে ওই এলাকায় নিরাপত্তার স্বার্থে যে কারও বাড়িতে তল্লাশি, গ্রেফতর ও প্রয়োজনে গুলি চালানোর অবাধ অনুমতি দেওয়া রয়েছে সেনাকে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর উপত্যকা থেকে আফস্পা আইন প্রত্যাহারের দাবি তুলেছিল সেখানকার একাধিক সংগঠন। সেই দাবি ক্রমশ জোরালো হচ্ছিল।

এবার সেই আইন প্রত্যাহার করার বিশেয়ে ভাবছে কেন্দ্র। এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহ জানান, ‘জম্মু এবং কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার এবং রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে কেন্দ্র ভাবছে। এখন পুলিশ বাহিনীই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছে। তাই আফস্পা তুলে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার ভাবছে।

তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, হিংসার জেরে উত্তর-পূর্বের একাধিক রাজ্যেও এই বিতর্কিত আফস্পা আইন লাগু হয়। ২০১৫ সালে ত্রিপুরা ও মেঘালয় থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হলেও নাগাল্যান্ড রাজ্যে এখনও জারি আছে রয়েছে এই আইন। অসমের বেশ কিছু জেলায় এখনও আফস্পা জারি আছে রয়েছে।  ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতের ৭০ শতাংশ এলাকা থেকে আফস্পা তুলে নেওয়া হয়েছে। এবার জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার।

 

FREE ACCESS

Related Articles