দেশ

ফের বেপরোয়া নাবালক চালক, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয় পুলিশ

Again reckless minor driver, police inactive to take action against the accused

The Truth of Bengal: ফের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে  চর্চার শিরোনামে কানপুর। গত অক্টোবরেও দুজনকে গাড়ির নীচে পিষে দেওয়ার অভিযোগ ছিল এই যুবকের বিরুদ্ধে। ওই নাবালক চালকের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেই এবার ততপর পুলিশ প্রশাসন। দিন কয়েক আগেই মদ্যপ অবস্থায় বিলাসবহুল গাড়ি চালানোর সময় দুজনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল পুণের এক নাবালকের বিরুদ্ধে। তবে প্রভাবশালী ব্যবসায়ীর ছেলে হওয়ার জেরে ওই নাবালকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ এমনটাই অভিযোগ উঠতে সুরু করেছে।

সেই নিয়েই বর্তমানে চলছে ব্যাপক রাজনৈতিক চাপানৌতর। সেই রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল কানপুরের রাস্তায় ৪ জনকে ধাক্কা দেওয়ার ঘটনা। অক্টোবরেও এই অভিযুক্তের বিরুদ্ধেই ২ জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল। জানা যায়, বছর বছর ১৫-এর ওই নাবালক এক বিখ্যাত চিকিতসকের ছেলে। অক্টোবরের সেই ঘটনার জেরে ওই নাবালককে পাঠানো হয়েছিল জুভেনাইল সংশোধনাগারে। তবে কিছু মাস যেতেই আবারও সেই পুরনো ছন্দেই ফিরল বছর ১৫-র ওই নাবালক।

দিন কয়েক আগেই ওই নাবালকের বেপরোয়া গাড়ি চালানোর জেরে চার জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে পুণের অভিযুক্ত সেই নাবালকের মতোই এই অভিযুক্ত নাবালকের বিরুদ্ধেও কোনও ব্যাবস্থাই গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। এমনকি দুর্ঘটনার পর চার্জশিট জমা দিতেও দেরি করে পুলিশ। যেখানে বারংবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে ওই চালকের বিরুদ্ধে, সেখানে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার ওই নাবালক চালকের আসনে বসতে পারছে, উঠছে প্রশ্ন।

Related Articles