উপত্যকায় বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, গুলির লড়াইয়ে নিকেশ ১ জঙ্গি
Again a big success in the hands of the security forces

The Truth of Bengal: ফের নিরাপত্তাবাহিনীর হাতে বড় সাফল্য। জঙ্গিদের খোঁজে অভিযান চালাতে গিয়ে গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা সেনাবাহিনী। সীমান্ত দিয়ে ঢোকার মুখেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলে জঙ্গিদের। সেই সময় গুলি লেগেই খতম হয় ওই জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় উরি সেক্টরের কাছে।
এখনও পর্যন্ত জানা গেছে সীমান্তে গুলির লড়াই চলবে। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর তাদের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল। আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে সন্ত্রাস হামলার ফন্দি এঁটে প্রবেশ করার চেষ্টা করে কয়েকজন জঙ্গি। তাদের রুখতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় ভারতের শক্তিশালী সেনাবাহিনী। জায়গায় জায়গায় নজরদারি আরও কড়াকড়ি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী।
জম্মু ও কাশ্মীরের উরি সেক্টারের সাবুরা নালার কাছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের মধ্যে প্রবেশের ছক কষেছিল জঙ্গিরা। সেই সময় সীমান্ত রক্ষিদের দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গি গোষ্ঠী। চুপ থাকেনি ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী। পাল্টা আক্রমণ চালিয়েছে তারাও। পরে খবর পাওয়া অনুযায়ী জানা যায় নিপত্তারক্ষিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। বাকি জঙ্গিদের খোঁজে ওই এলাকায় চালানো হচ্ছে তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি দমনে সামিল হয় জম্মু ও কাশ্মীর পুলিশও।