খৈনি নিয়ে বচসার জের, উত্তরপ্রদেশে গুলি করে হত্যা শিক্ষককে
A teacher was shot dead in Uttar Pradesh after arguing with a traitor

The Truth Of Bengal: খৈনি নিয়ে শিক্ষক ও পুলিশের মধ্যে তুমুল বচসা। বচসার জেরে শিক্ষক কে লক্ষ করে চালানো হয় গুলি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ওই পুলিশ কন্সটেবেল কে নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। ঘটনায় প্রত্যক্ষদর্শী দের ও জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একের পর এক অদ্ভুত সব কাণ্ডে জর্জরিত যোগীরাজ্যে। এবার খৈনি নিয়ে ঝগড়ার জেরে বচসা শুরু হওয়ার পর সেই বচসা গড়াই গোলাগুলি কাণ্ডে। এমনই অবাক করে দেওয়ার মত ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মুজফফরনগরে। শিক্ষকের সঙ্গে সামান্য খৈনি চাওয়া নিয়ে ঝগড়া শুরু হয় মদ্যপ অবস্থায় থাকা এক পুলিশ কন্সটেবেলের। সেই ঝগড়া যে এমন ভয়ংকর রূপ নেবে তা কেউ আন্দাজ করতে পারেনি। বচসা চলা কালীন পুলিশ কন্সটেবেল আচমকাই নিজের সার্ভিস রিভলভার বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে শিক্ষক কে লক্ষ করে। গুলির আঘাতে গুরুতরও জখম হন ওই শিক্ষক। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা তার হয়নি। চিকিৎসকরা জানান তিনি মৃত। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে খবর ১৪ই মার্চ উত্তরপ্রদেশে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর উত্তর পত্র সাথে নিয়ে শিক্ষকদের একটি দোল যাচ্ছিলেন মুজফফরনগরে। তাদের সাথে ছিল পুলিশ কনস্টেবল নাগেন্দ্র চৌহান ও হেড কনস্টেবল চন্দ্র প্রকাশ। ছিলেন আরও ২ চতুর্থ শ্রেণির কর্মীও। মদ্যপ অবস্থায় থাকা হেড কনস্টেবল চন্দ্র প্রকাশ গাড়িতে থাকা এক শিক্ষকের কাছে থেকে খৈনি চাইছিলেন। খৈনি না দেওয়ায় তুমুল ঝামেলা শুরু হয় তাদের দু জনের। সেই বচসা শেষপর্যন্ত গলাগুলিতে রূপ নেয়। এই ঘটনার পরেই পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মৃত শিক্ষক ধর্মেন্দ্র কুমারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গাড়িতে থাকা বাকি শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।