৫ বছরের জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা, প্রশ্নফাঁস রুখতে কড়া আইনের বিজ্ঞপ্তি কেন্দ্রের
5 years in jail and a fine of up to 1 crore rupees, notification center of strict law to prevent question leakage

The Truth Of Bengal: নিট এবং ইউজিসি নেট ঘিরে চলতে থাকা বিতর্কের মধ্যে প্রশ্নফাঁস রুখতে বিশেষ আইন নিয়ে বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় জালিয়াতি রুখতে কড়া শাস্তির কথা বলা হয়েছে এই আইনে। নয়া আইনে বলা হয়েছে, সর্বভারতীয় কোনও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির অভিযোগে কেউ দোষী সাব্যস্ত হলে কমপক্ষে ৩-৫ বছরের কারাদণ্ড এবং সংগঠিত অপরাধের ক্ষেত্রে ৫-১০ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা ধার্য করা হবে। শুক্রবার এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতে পার্লামেন্টে পাস করা এই আইনের লক্ষ্য প্রতারণার জন্য কঠোর শাস্তির বিধান করা। প্রতারকদের তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে। দেশে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোখার উদ্দেশ্যেই এই আইনটি আনা হয়েছে। আইনে বলা হয়েছে, সর্বভারতীয় কোনও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির অভিযোগে কেউ দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তির বিধান থাকবে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। নিট পরীক্ষা ঘিরে চলতে থাকা বিতর্কের আবহে UGC NET-এর জুন মাসের পরীক্ষা বাতিলের ঘোষণা করে কেন্দ্র। গত ১৮ জুন এই পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরীক্ষা বাতিল করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন করে ফের এই পরীক্ষা নেওয়া হবে। কবে সেই পরীক্ষা হবে, সেই সম্পর্কে দ্রুত জানানো হবে।
প্রতারণা বিরোধী আইনের এই বিজ্ঞপ্তিটি এমন সময়ে দেওয়া হয়েছে, যখন কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য অনিয়মের অভিযোগে কেন্দ্রের সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছে। মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা NEET, UGC-NEET, এবং CSIR-UGC-NEET হল কিছু পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছে। শুক্রবার CSIR-UGC-NEET পরীক্ষা স্থগিত করার ঘোষণা করেছিল কেন্দ্র। ২৫-২৭ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।