স্বাস্থ্য

বসন্তেই সূয্যিমামার রক্তচক্ষু, দহনবেলায় কেমনভাবে নেবেন চুলের যত্ন?

The Truth Of Bengal Desk, Mou Basu: বসন্তেই ঊর্ধ্বগামী পারদ।প্রচণ্ড গরমে হাঁসফাঁস প্রাণ, তারওপর চুলের হাজারো সমস্যাতেও একেবারে জেরবার অবস্থা। তাই গরমে চুলের যত্ন নিতে কী করবেন তার টিপস রইল এখানে-

★চুলের ডগা যদি ফেটে যায় সেই ক্ষতিগ্রস্ত অংশ এখনই কেটে ভালো করে ট্রিম করে নিন। পার্লারে না যেতে পারলে বাড়িতেই কাচি দিয়ে কেটে ফেলুন। গরমকালে চুল তাড়াতাড়ি বাড়ে।

★সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শুধু ত্বকেরই নয় চুলেরও ক্ষতি করে। তাই সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চুলকে বাঁচাতে নিয়মিত চুলে ইউভি ফিল্টার্স সমেত হেয়ার কেয়ার প্রোডাক্টস লাগাবেন। এগুলো শুধু চুলকে ক্ষতি হওয়ার হাত থেকেই বাঁচাবে না রঙ করা চুলকে ফেড হয়ে যাওয়া থেকেও আটকাবে।

★গরমে বাইরে বেরনোর আগে মাথার তালু স্কার্ফ বা টুপি দিয়ে ঢেকে নিন। কারণ এতে শুধু সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকেই প্রতিরোধ হবে না মাথার তালুতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকবে।

★খুব টাইট করে চুল বাঁধবেন না। কারণ গরমকালে চুল ড্রাই থাকে তাই অতিরিক্ত চুল টানাহেঁচড়ার সময় চুল ছিঁড়ে যেতে পারে।

★ গরমে বেশি পরিমাণে ‘ব্লো-ড্রাই’ ব্যবহার করে চুল শুকোবেন না। কার্লিং আয়রনও যতটা সম্ভব কম ব্যবহার করবেন। এতে চুল আরো বেশি করে শুষ্ক হয়ে পড়বে। রোজ যদি বাইরে বেরতে হয় তাহলে রোজ চুল ভালো করে জলে ভেজাবেন না।

★ভালো করে ময়েশ্চারাইজারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন। নিয়মিত কন্ডিশনারও ব্যবহার করবেন। শ্যাম্পু করার পর চুল আগাপাশতলা ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করুন।

★সপ্তাহে একদিন নারকেল তেল দিয়ে হট অয়েল ম্যাসাজ করুন। চুল বেশি ক্ষতিগ্রস্ত হলে অলিভ অয়েল ব্যবহার করুন। আমলা পাউডার, শিকাকাই, ডিম, দই দিয়ে তৈরি প্রোটিন প্যাক তৈরি করে চুলে লাগান। সপ্তাহে একদিন মাথায় লাগান প্যাক। আগের দিন রাতে চুলে তেল লাগিয়ে পরের দিন প্রোটিন প্যাক মাথায় লাগিয়ে রাখুন। ঘণ্টা খানেক লাগিয়ে রাখলে চুলের স্বাস্থ্য আর জেল্লা দুটোই ফিরবে।

★বড়ো দাঁড়ার চিরুনি ব্যবহার করুন চুল কম উঠবে। চুল ভিজে থাকার সময় গায়ের জোর ফলিয়ে আচড়াবেন না। এতে চুল আরো বেশি ছিঁড়ে যায়।