আমুলের লস্যিতে ক্ষতিকারক ছত্রাক, বিস্ফোরক অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া
Social media abuzz with explosive allegations of harmful fungus in Amul's lotion

The Truth Of Bengal : এমন অনেকেই আছেন যারা আমুলের প্রোটিন লস্যি খেতে পছন্দ করেন। কিন্তু জানেন কি এটি আদৌ কি আপনার শরীরের কোন উপকারে লাগছে? এটি আপনার শরীরের কোন ক্ষতি করছে না তো? সম্প্রতি এক্স হ্যান্ডেল ব্যবহারকারী ইন্দ্র নামে এক ব্যক্তি তারে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওই প্যাকেটটি অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। এর ওপর একটি কালো পদার্থ দেখা গিয়েছে।
Amul Protein Lassi is a health hazard.
My brother found some black substance coming out of it. On cutting the tetrapack in half, we found small mold/fungi lumps.
In a serious country where the statutory body wasn’t corrupt, this would’ve resulted in a mass recall. https://t.co/HVtzIRJFXv pic.twitter.com/GgRhYD14oJ
— Indra (@IndraVahan) May 11, 2024
জানা যায়, ইন্দ্র একটি কিন্তু আমুলের প্রোটিন লস্যি প্যাকেট অর্ডার করেছিলেন। পানীয়টি খুলতেই তিনি দেখেন প্যাকেটের উপর থেকে কালো আকারের কিছু একটা দেখা যাচ্ছে। আর এর পরেই নিজের এক্স হান্ডেলে ছবিটি পোস্ট করে তিনি জানান, ” আমুল প্রোটিন লস্যি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার ভাই এর থেকে কিছু কালো পদার্থ বের হতে দেখেছেন। টেট্রা প্যাকটি অর্ধেক কেটে ফেলার সময়, আমরা ছোট ছাঁচ/ছত্রাকের গলদ খুঁজে পেয়েছি। ”
এই বিষয়ে ইন্দ্র আমুলের সংস্থাকেও এই বিষয়টি জানিয়েছেন। এরপরে তিনি লেখেন, ছত্রাক শরীরের পক্ষে মারাত্মক হতে পারে। এটি ম্যালেরিয়া এবং ক্যান্সারের চেয়ে বেশি মানুষকে হত্যা করে। এই ধরনের কোন লিকুইড খাওয়ার আগে অবশ্যই প্যাকেটটি ভালো করে পর্যবেক্ষণ করা উচিত। এরপর তিনি ওই সংস্থার কথা বলতে গিয়ে জানান, ” এই ট্রিটি করার আগে আমি আমলের সংস্থাকে এই ব্যাপারটি সম্পূর্ণ জানিয়েছিলাম। কিন্তু তারা আমাকে ৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন।” ওই প্যাকেটের ছবি তুলে তিনি ১১ই মে নিজের এক্স হান্ডেলে একটি পোস্ট করেন। ওই পোস্টটি ৩ লাখেরও বেশি মানুষ দেখেছেন। শুধু তাই নয় ভিউজ এর সংখ্যা এখনো পর্যন্ত বর্ধনশীল বলে খবর। পোস্টটি প্রায় ৩০০০ বেশি লাইক হয়েছে। উঠেছে কমেন্টের ঝড়।