
The Turth of Bengal: মানুষ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে সেজন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সবার আগে জোর দিয়েছে রাজ্য সরকার।প্রথমেই বাম আমলের সরকারি হাসপাতালের হাল ফেরানো হয়েছ বলে দাবি করে প্রশাসন।একদিকে, হাসপাতালের পরিকাঠামোর ব্যাপক উন্নতি আর অন্যদিকে পরিষেবার মাণোন্নয়ন দুইয়ের প্রতি বাড়তি গুরুত্ব দেয় স্বাস্থ্যদফতর। সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী দেশের ১৪হাজার ৩৭৯টি সরকারি হাসপাতালে শয্যা ৬লক্ষ ৩৪ হাজার পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা ৭৮হাজার ৫৬৬ কেন্দ্রের তথ্য বলছে, সব রাজ্যের থেকে বাংলাতেই সরকারি হাসপাতালে শষ্যা সংখ্যা বেশি। পরিকাঠামোর উন্নতি রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের জন্য স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি। ১৭ মেডিক্যাল কলেজে বাড়ছে ৬৫০টি আসন।
কলকাতা ন্যশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, আর জি কর সহ ১৭ কলেজে স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি। আসন বাড়ছে সাগর দত্ত, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, কোচবিহার মেডিক্যাল কলেজে। আসন বৃদ্ধির তালিকায় রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজও।এবার জেলা হাসপাতালের সংখ্যাও বাড়ছে। হাবরা –অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে যুক্ত করে তৈরি হতে চলেছে হাবরা জেলা হাসপাতাল।এখন এই হাসপাতালে বেডের সংখ্যা ১৩২,আরও ১০০ বেড যুক্ত হলে শষ্যা সংখ্যা দাঁড়াবে ২৩২।এই ভবনের জন্য খরচ হচ্ছে ৯কোটি। ৪থেকে ৫মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে দাবি করছেন পুর চেয়ারম্যান ।রোগীরাও এই হাসপাতালের কর্মকাণ্ড দেখে খুশি।তাঁরা চাইছেন জেলা হাসপাতাল থেকে সবধরণের রোগের চিকিত্সা হোক।গরিব মানুষও চায়,বিনামূল্যে ওষুধের মতোই নানা জটিল রোগের পরীক্ষার সুযোগ বাড়ায় সবার কল্যাণ হবে। জেলায় জেলায় হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি ও বেডের সংখ্যা বাড়ায় আসলে রোগীদের বেসরকারি হাসপাতালের প্রতি নির্ভরতা কমাবে বলে আশা রোগীর পরিজনদের।
জেলা হাসপাতালের তকমা পেতে চলেছে হাবরা স্টেট জেনারেল হাসপাতা উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবরা স্টেট জেনারেল হাসপাতালে আগে মোট ১৩২ টি বেড থাকলেও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিযমল্লিকের উদ্যোগে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে আরও একটি ১০০ বেডের নতুন ভবনের কাজ শুরু হয়েছে এই কাজ সমাপ্ত হতে সময় লাগবে আর চার থেকে পাঁচ মাস তারপর এই হাবরা হাসপাতালে মোট ২৩২ বেড হবে বলে জানিয়েছে হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান হাবরা এস্টেট জেনারেল হাসপাতাল এবং অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল দুটি হাসপাতালকে একত্রে সংযুক্তিকরণ করে হাবরা হাসপাতালকে জেলা হাসপাতালে রূপান্তরিত করা হবে । আগে বারাসাত হাসপাতাল জেলা হাসপাতাল থাকলেও বর্তমানে বারাসাত হাসপাতাল মেডিকেল কলেজে পরিণত করা হয়েছে তাই হাবরা হাসপাতালকে করা হবে জেলা হাসপাতাল ।