সকালে চায়ের সাথে মুড়ি, সন্ধ্যে নামলেই চপ মুড়ি এইভাবে মুড়ি খাওয়ার ফল কি জানুন?
Health Benefits Of Puffed Rice

The Truth of Bengal: অফিসে যাওয়ার আগে চা এর সাথে মুড়ি। অফিসে গিয়েও কাজ করতে করতে খিদে পাচ্ছে অধিকাংশ সময়। কি খাব কি খাব করতে করতে খেয়ে নিচ্ছেন মুড়ি। আবার অফিস থেকে বাড়িতে এসেও খেয়ে নিচ্ছেন মুড়ি চপ। এই যে এইভাবে যে সবসময় হাতের মুঠোই কিছু না পেলেই খেয়ে ফেলছেন মুড়ি আদেও কি জানেন তাতে আপনার উপকার হচ্ছে না অপকার? সত্যি বলতে গেলে মুড়ি খেলে আপনার উপকারি হয় বেশি। মুড়ি খেলে আপনার যদি গ্যাস অম্বলের মতো সমস্যা থাকে সেক্ষেত্রেও উপকার পাবেন আপনি। প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, রুটি বা অন্য কোন তেলেভাজা না খেয়ে খেতে হবে মুড়ি। মুড়ি খেলে কি কি উপকার পাবেন জানুন আরও বিস্তারিত ভাবে –
বিপাকহার নিয়ন্ত্রন করে
মুড়ি খেলে আপনার বিপাকহার ঠিক থাকবে। কারন মুড়িতে রয়েছে কার্বোহাইড্রেট। এমনকি বিপাকহারের সঙ্গে জরিত নান রোগ ব্যধি থেকেও রেহাই মিলবে। যদি চান নিজের অজন কমাতে, তাহলে অবশ্যই মুড়ি খেতে হবে আপনাকে।
মুড়িতে রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ
মুড়িতে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং খনিজ। ভিটামিন বি, ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক রয়েছে মুড়িতে।শারীরবৃত্তীয় নানা কাজে সাহায্য করে এই খনিজগুলি। বিপাকহারের মান ও ঠিক রাখে মুড়ি।
অধিক পরিমাণ ফাইবারের
মুড়িতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার। তাই হজমের কোন সমস্যা থাকলে আপনাকে অবশ্যই খেতে হবে মুড়ি। অন্ত্রের যদি কোন সমস্যা থাকে আপনার তাহলে অতিঅবশ্যই খেতে হবে মুড়ি। এছাড়াও মুড়ি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করবে।