স্বাস্থ্য

সকালে খালি পেটে গুড়ের জল পান করুন, গুড়ের জল পান করলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে

Drinking turmeric water will boost your immune system

The Truth of Bengal: বাইরে বৃষ্টি হলেও গরম কিছুতেই কমছে না। দুপুরে গরম আর রাতের দিকে বৃষ্টি হয়ে আবহাওয়ার ঠাণ্ডা আমেজ। যে কারণে মাঝে মধ্যেই সর্দি কাশি লাগার সমস্যা লেগে থাকে শরীরে। শরীরে এই সমস্যা দূর করার জন্য প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে গুড় জল। গুড়ের জল খেলে শরীরে যে ক্লান্তি ভাব লাগে তা দূর হয়। এই পানীয় খেলে শরীর ঠাণ্ডা থাকবে আপনার। গুড়ের জল খালি পেটে খেলে শরীর সুস্থ থাকে। এছাড়াও ঈষদুষ্ণ জলেও গুড় মিশিয়ে খেতে পারেন আপনি।

সকালে খালি পেটে গুড়ের জল খেলে কী হবে?

১) গুড়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক কার্বোহাইড্রেট এবং গ্লুকোজ। ঘুম থেকে উঠেই ব্রাশ করে খালি পেটে খেয়ে নিন এই জল। এই জল খেলে যতই গরম থাকুক না কেন শরীরে ক্লান্তি ভাব দূর হয়।

২) গুড়ের জল হজম বাড়াতে সাহায্য করে। এমনকি যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে তাদের সেই সমস্যা দূর করে গুড়ের জল।

৩) শরীরে জমা দুষিত টক্সিন দূর করে গুড় জল। এমনকি লিভারের মধ্যে যে দুষিত পদার্থ আছে তাও নিষ্কাশন করে এই পানীয়।

৪) রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই পানীয়। হুট হাট করে মাজাজ বিগড়ে যাচ্ছে আপনার সেই সমস্যাও দূর করবে এই পানীয়।

৫) বর্ষা মানেই নানা রোগ ব্যাধির সমস্যা। এই সমস্যা ঠেকাতে প্রয়োজন শরীরে বেশি করে বাড়িয়ে তোলা রোগ প্রতিরোধ ক্ষমতা। গুঁড়ের মধ্যে আছে খনিজ ও ভিটামিন।

Related Articles