ক্যান্সার চিকিৎসা পরিষেবা মিলছে এবার জেলাস্তরে! পুরুলিয়ায় চালু হল নতুন বিভাগ
Cancer Treatment

The Truth of Bengal: ক্যান্সারের কোনও অ্যান্সার নেই। এমনই একটি প্রবাদ চালু ছিল চিকিৎসা শাস্ত্রে। যদিও গত কয়েক বছরে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি এই প্রবাদকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। এখন ক্যান্সারের মতো মারণ রোগের উত্তর আছে। তবে তার জন্য প্রয়োজন আগাম চিহ্নতকরণ। অর্থাৎ রোগের শুরুতেই যদি বোঝা যায় এটি মারণ রোগের দিকে যাচ্ছে, তাহলে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে রোগী নিরাময় করা সম্ভব। সেই লক্ষ্যে এবার পুরুলিয়ার দেবেন মাহাতো গভার্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হল ক্যান্সার চিকিৎসা পরিষেবা। হাসপাতাল সূত্রের খবর, সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও শুক্রবার এই পরিষেবা মিলবে।
হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসের পাঁচতলায় ক্যাম্পাসে ডে কেয়ার ইউনিটে এই চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। ইতিমধ্যেই চালু হয়েছে, কেমোথেরাপি এবং ক্যান্সারের সার্জিক্যাল বিভাগ, বাকি রইল শুধু রেডিওলজি বিভাগ। দেবেন মাহাত গভার্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার সব্যসাচী দাস জানিয়েছেন, এই মুহূর্তে এখানে রেডিওলজি বিভাগের পরিষেবা পাওয়া যাবে না। তবে আগামী দিনে যাতে চালু করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে।
জেলার রোগী কল্যাণ সংগঠনের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ প্রশংসনীয়। আসলে বহু ক্যান্সার রোগীকেই কলকাতায় পাঠানো হত। কিন্তু বিপুল পরিমাণ রোগীর চাপের কারণে, বহু মানুষ সময়ে সুষ্ঠু চিকিৎসার সুযোগ পেতেন না। ফলে, অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তার জন্যই বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যেতেন। কিন্তু পুরুলিয়া জেলায় এই পরিষেবা চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবে।