অসময়ে তীব্র দাবদাহ বেঙ্গালুরুতে, সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর
Untimely severe fire in Bengaluru, health department has issued an alert

The Truth Of Bengal : তীব্র জলসংকটের মাঝে এবার গরমে হাঁসফাঁস অবস্থা বেঙ্গালুরুতে। তবে এই সময় মূলত বেঙ্গালুরুতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে তবে এবার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমের আবহাওয়া থেকে বাঁচতে সর্তকতা জারি করে নির্দেশিকা দিয়েছে কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।নির্দেশিকায় বলা হয়েছে প্রবল গরমে শরীরকে হাইড্রেট রাখতে, বেশি করে জল খেতে হবে।
পাশাপাশি লেবুর জল, ফলের রস, লস্যি, শাক-সবজি ইত্যাদি খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত ফল ও সবজিতে জলের পরিমাণ বেশি রয়েছে সেগুলো খেতে বলা হয়েছে। এছাড়াও গরমে বাইরে বেরলে হালকা সুতির পোশাক পরার কথাও বলা হয়েছে। রোদে মুখ ও মাথা ঢেকে রাখার কথা বলা হয়েছে। প্রয়োজন না হলে বাইরে না বেরনের নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যাক্তি ও শিশুদের এসময় বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবছর এই সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বজায় থাকে ।
তবে এবার গরমে নাজেহাল অবস্থা বেঙ্গালুরবাসীর। ফেব্রুয়ারি মাস থেকে তাপমাত্রার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে । আর এই অসময়ে প্রবল তাপমাত্রা বৃদ্ধির জেরেই সকলকে সুস্থ থাকতেই নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের তরফে।
Free Access