জন্মাষ্টমীতে গোপালের পুজো করবেন কোন ফুলে কী উপাচারে
Gopal will be worshiped on Janmashtami in which flower and with what upachar

Truth of Bengal: আজ জন্মাষ্টমী। বারো মাসে তেরো পার্বণে মেতে থাকা বাঙালি সাড়ম্বরে পালন করে এই দিনটি। সারা বিশ্বে বিপুলভাবে পুজো-আচ্চার মাধ্যমে এই দিনটি মহাসমারোহে পালন করা হয়। জন্মাষ্টমীর উৎসব গোকুলাষ্টমী নামেও পরিচিত। গভীর এক অন্ধকার রাতে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষকে কর্মযোগের শিক্ষা দিয়েছেন।
পরমেশ্বর শ্রীকৃষ্ণ শুধু রাধাকৃষ্ণ রূপে নয় বাঙালির ঘরে ঘরে আপন সদস্য দুষ্টু গোপাল রূপেও পূজিত হন। বাঙালির ঘরে ঘরে নিত্যপুজো পান গোপাল। শ্রীকৃষ্ণের বালক রূপ হল গোপাল। কিন্তু তন্ত্রশাস্ত্রে গোপাল দেবতার আলাদা কোনো মন্ত্র নেই। বিষ্ণুমন্ত্র বা শ্রীকৃষ্ণের ইষ্টমন্ত্রেই পুজো করা হয়। তবে গোপালের পুজোয় বেলপাতা, জবা, রক্তচন্দন বা লাল রঙের ফুল বাদ দিতে হবে।
গোপালের প্রসন্নতা লাভ করতে পদ্ম, করবী, চামেলি, চাঁপা, বেল, জুঁই, পলাশ, মল্লিকা, যূথিকা, তুলসীপাতা দিতে হবে। ছেঁড়া, পোকা খাওয়া বাসি ফুল দেওয়া যাবে না। জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ৫৬ ভোগ দেওয়া হয়। ৫৬ ভোগে ভগবান কৃষ্ণ প্রসন্ন হন ও ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন, এমনটাই বিশ্বাস ভক্তদের। অন্ন, ডাল, লুচি থেকে তালের বড়া, ক্ষীর, পায়েস, মালপোয়া, লস্যি কী থাকে না সেই ৫৬ ভোগে! আর মাখন, মিছরি ছাড়া তো গোপালের ভোগই অসম্পূর্ণ ।