দূষণের নিরিখে ভয়ংকর পরিস্থিতি পশ্চিমবঙ্গের! কী বলেছেন বিশেষজ্ঞরা?
Terrible situation in terms of pollution in West Bengal! What do the experts say?

The Truth of Bengal: নতুন বছর সবেই শুরু হয়েছে। ইতি মধ্যেই বিজ্ঞানীরা পরিবেশ নিয়ে যথেষ্ট চিন্তাশীল। পশ্চিমবঙ্গে দূষণের পরিমাণ বেড়ে চূড়ান্ত পর্যায় পৌঁছে গিয়েছে। একটি গবেষণায় বলা হয়েছে রাজ্যে দূষণের হার বাড়বে প্রায় ৮ শতাংশ। গবেষণাপত্রের দাবি বাতাসে এরোসলের পরিমাণ বাড়বে যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি গবেষণাপত্রের এটাও বলাও হয়েছে যে এইভাবেই যদি এরোসোলের পরিমাণ বাড়তে থাকে তবে পচিমবঙ্গের স্থান ‘রেড জোনে’ পৌঁছে যাবে।
এবার জেনে নেওয়া যাক এরোসল কী?
এরোসল হলো বায়ুতে ভেসে থাকা এক ধরনের জলকণা, যা বাতাসের সঙ্গে মিশে থাকে। ধুলো, জৈব কনা এবং লবণের সংমিশ্রণে এসে এরোসল অত্যাধিক বিপদজনক হয়ে ওঠে। কোন জায়গায় এরোসলের প্রভাব কতটা একরকম পরীক্ষার সাহায্যে তা জানা যায়। সেইভাবেই বোঝা যাবে পশ্চিমবঙ্গ ‘রেড জোনে ‘ আছে। বায়ুতে এরোসলের মাত্রা যদি ০.৫ এর বেশি থাকে তাহলে বুঝে নিতে হবে সেই জায়গা বিপদজনক ভাবে রেড জোনের আওতায় আছে । মানবজাতির জন্য তা ক্ষতিকারক।
এক গবেষকের থেকে জানা যায়, পার্বত্য অঞ্চল থেকে এসে দক্ষিণের অঞ্চলে এই এরোসল বায়ুস্তরে জমা হয়।
অন্য এক গবেষকের মতামত, যানবাহনের কারনে আগে বায়ুদূষণ ঘটত, পরে রান্নার কাঠ কুট জ্বালানির কাজে ব্যবহার করে আরো বায়ুদূষণ বেড়েছে। ফলে এরোসলের মাত্রাও বেড়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দূষণ এড়াতে অন্য পথ অবলম্বন করতে বলা হয়েছে।