বিনোদন

স্কুটি চালিয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছেন এই ভদ্রলোক! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হল ভিডিও

 

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় আকাশে স্কুটি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন যুবক একটি ইলেকট্রিক স্কুটারে চেপে প্যারাগ্লাইডিং করছেন। তিনি নীল আকাশে সাদা মেঘের ভেতর দিয়ে উড়ছেন।

ভিডিওতে দেখা যায়, যুবকটি প্রথমে সমতল রাস্তায় স্কুটি চালান। এরপর তিনি একটি খাদে ঝাঁপ দেন। খাদে নেমে তিনি প্যারাগ্লাইডের পাখনা মেলে দেন। স্কুটারের ওজন কমাতে তিনি এর ব্যাটারি খুলে রেখেছিলেন।

স্থানীয়রা এই দৃশ্য দেখে চমকে যান। অনেকেই ভিডিওটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখে নেটিজেনরাও অবাক হয়েছেন। অনেকেই বলছেন, ‘ইটি’ সিনেমায় রাতের আকাশে সাইকেল চালানো দেখেছিলেন, এই প্রথম আকাশে স্কুটি চলতে দেখলেন তাঁরা।

ভিডিওটিতে দেখা যুবকের নাম হর্ষ। তিনি পাঞ্জাবের বাসিন্দা। তিনি একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার। তিনি জানান, তিনি শুধুমাত্র মজা করার জন্য এই কাজটি করেছেন।

Related Articles