বিনোদন
শাহরুখ-পত্নী গৌরীকে ইডির নোটিস ছিল ভুয়ো খবর! স্বস্তিতে শাহরুখ

শাহরুখ খানের ছবি ‘ডাঙ্কি’ মুক্তির মাত্র দু-দিন আগেই একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। খবরে বলা হয় যে, ইডি গৌরী খানকে তলব করতে পারে। গৌরীকে ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে তলব করা হতে পারে বলে খবরে দাবি করা হয়।
এই খবরটি শাহরুখ অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। তবে পরে জানা যায় যে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। ইডি গৌরী খানকে কোনও নোটিস পাঠায়নি।
গৌরী খান লখনউয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। এই কোম্পানির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। গৌরী খান এই কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল।
তবে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গৌরী খানকে কোনও নোটিস পাঠানো হয়নি। তিনি এই কোম্পানির সঙ্গে যুক্ত থাকলেও, তিনি কোনও অপরাধে জড়িত নন বলে ইডির কাছে তথ্য রয়েছে।