বুম্বাদা সেটে সব সময় সবাইকে আগলে রাখেন! কলকাতায় এসে প্রসেনজিতের প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ অদিতি

চলতি বছরে ‘জুবিলি’ ওয়েব সিরিজ়ে সুমিত্রা কুমারী চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে শহরে এসেছিলেন তিনি।
নন্দনে পা রেখে অদিতি জানালেন, ‘জুবিলি’-র সেটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর কাছে ছিল এক অমূল্য সম্পদ। প্রসেনজিৎকে ‘বুম্বাদা’ বলে সম্বোধন করে অদিতি বললেন, “বুম্বাদা অসাধারণ একজন অভিনেতা। খুবই ভাল মানুষ। সেটে মাঝেমধ্যেই মেকআপ ভ্যানে এসি বন্ধ থাকত। আমরা গরমে কুলকুল করে ঘামতাম। কিন্তু দাদাকে দেখতাম, চুপচাপ বসে রয়েছেন। বুম্বাদাকে দেখে শিখেছি, অভিনয়ের প্রতি একজন শিল্পীর কতটা নিবেদন থাকতে হবে। তিনি ৪০০-র বেশি ছবি করেছেন, কিন্তু এখনও সমান উত্তেজনা নিয়ে সেটে আসেন এবং চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। দেখে মনে হত, যেন এই প্রথম সেটে এলেন।”
অদিতি জানালেন, ‘জুবিলি’-র সেটে প্রসেনজিৎ তাঁদের পুরো টিমের খেয়াল রাখতেন। তিনি বললেন, “বুম্বাদা আমার কাছে পিতৃসুলভ এক মানুষ। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু পেয়েছি।”
কলকাতায় আসতে খুবই পছন্দ করেন বলে জানালেন অদিতি। তিনি বললেন, “কলকাতায় আসতে খুবই ভাল লাগে। বাংলায় সংস্কৃতির খুব কদর করা হয়। আমার মা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। তাই মায়ের সঙ্গে মাঝেমধ্যেই কলকাতায় আসতাম। আমি কিন্তু শুক্তো এবং চচ্চড়ি খেয়ে বড় হয়েছি।”