ফুটবলার প্রেমিকের জন্মদিন পালন করতে গিয়ে কোন সমস্যায় পড়লেন গীতশ্রী?

সিরিয়াল পাড়ার অভিনেত্রীদের ভাই হয়ে গিয়েছেন তিনি। প্রেমিকা গীতশ্রী রায়ের মাধ্যমেই ফুটবল খেলোয়াড় প্রবীর দাসের আলাপ হয়েছে ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে। ২০ ডিসেম্বর তাঁর জন্মদিনে তাই সমাজমাধ্যমের পাতায় একের পর এক জন্মদিনের শুভেচ্ছা। এখনও কেরলে রয়েছেন খেলার জন্য। প্রেমিকের জন্মদিন উদ্যাপন করতে কেরলে উড়ে গিয়েছেন গীতশ্রী। এই বিশেষ দিনটা কী ভাবে পালন করবেন তাঁরা?
গীতশ্রী জানান, “আগের বছর ধুমধাম করে বেঙ্গালুরুতে প্রবীরের জন্মদিন পালন করেছিলাম। সেখানে পছন্দ মতো মাছ, পায়েস তৈরির জন্য চাল, দুধ— সব কিছু নিয়ে গিয়েছিলাম। এবার কেরলে আছি। তাই এখানে যা পাওয়া যায়, তাই দিয়েই জন্মদিন পালন করব।”
একইসঙ্গে অভিনেত্রী জানান কেরালায় এসে প্রবীরের জন্য কেনাকাটা করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাকে। অনেক জিনিসই এখানে পাওয়া যায় না কিংবা পাওয়া গেলেও ভাষার সমস্যার কারণে তিনি কিনতে পারছেন না। তবে যাবতীয় সমস্যার মধ্যেও হাসিমুখেই প্রেমিকের জন্মদিন পালন করতে চাইছেন গীতশ্রী।