বিনোদন

খাদান ছবিতেও দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৌমিতৃষা? জল্পনা তুঙ্গে!

 

গত বছর তিনটি ছবি মুক্তি পেয়েছিলেন দেব। তিনটিই হিট। এবার ২০২৪ সালে তিনি আসছেন নতুন ছবি নিয়ে। ছবির নাম খাদান। ছবিতে দেবকে কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে।ছবির পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত। ছবিটি একটি আদ্যোপান্ত বাণিজ্যিক ছবি হবে।

ছবির নাম না করেই আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, “সৃজিতদার টেক্কা আগামী মাস অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এরপর ফেব্রুয়ারি থেকে আরেকটা ছবির কাজ শুরু হবে, সেটা পরে বলব। কয়লা মাফিয়া নিয়েও একটা ছবির কথা চলছে। উত্তম কুমারের নায়ককেও নতুন ভাবে আনার কথা ভাবা হচ্ছে।”

তবে পুজোর আগে যে তাঁর কোনও ছবিই মুক্তি পাবে না সেই বিষয়েও নিশ্চিত করেছেন। জানিয়েছেন মে জুন পর্যন্ত তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন আর পুজোর সময় আসছে টেক্কা। তারপর যা যা ছবি আসার আসবে।

ছবিতে দেবের বিপরীতে কে থাকবেন তা নিয়ে জল্পনা চলছিল। আগেই সূত্রের তরফে জানা গিয়েছিল যে শাকিব খানের নায়িকা ইধিকা পলকে এই ছবিতে দেখা যাবে। বাঘা যতীন ছবির প্রিমিয়ারে অভিনেত্রীকে দেবের সঙ্গে কথা বলতে দেখা যায়, সেই থেকেই শুরু হয় জল্পনা। এবার জানা গেল এখানে ইধিকা ছাড়াও সৌমিতৃষা থাকতে পারেন। মিঠাই দিয়ে কেরিয়ার শুরু করলেও দেবের হাত ধরে তিনি বড় পর্দায় সদ্যই ডেবিউ করলেন প্রধান ছবি দিয়ে যা বর্তমানে রমরমিয়ে ব্যবসা করছে।

Related Articles