বিনোদন

ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে জীবনে নতুন পর্যায়ে পদার্পণ করলেন বাসবদত্তা!

 

১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। সিরিয়াল এবং সিনেমায় নিয়মিত কাজ করলেও ওয়েব প্ল্যাটফর্মে এটাই তার প্রথম অভিজ্ঞতা।

কোন কারণে তিনি এই ওয়েব সিরিজ়ের জন্য রাজি হলেন?
বাসবদত্তা বলছেন, “গল্প এবং চরিত্র দুটোই আমার খুব ভালো লেগেছে।এর আগেও আমি প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছি, কিন্তু ‘শক্তিরূপেণ’-এর দময়ন্তী চরিত্রটা একটু আলাদা।”

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে বাসবদত্তার নিজস্ব কিছু নীতি আছে।** তিনি বলেন, “চরিত্রটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট চরিত্র হলেও আমার আপত্তি নেই, তবে সেটা যেন মানুষের মনে দাগ কাটতে পারে, সেদিকে আমি খেয়াল রাখি।”

Related Articles