বিনোদন

একে অপরের পরিপূরক কৌশিকী ও জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে ঋতুরাজের আসল রহস্য খুঁজে বের করতে জগদ্ধাত্রীর সাহায্য করবে কৌশিকী।

জগদ্ধাত্রী জানতে পেরেছেন যে ঋতুরাজের পিছনে যারা আছে তারাই মল্লিকা দেবের উপর হামলা চালিয়েছিল। কিন্তু এই রহস্য উদঘাটন করতে হলে জগদ্ধাত্রীকে ঋতুরাজের কাছ থেকে সত্যি কথা বের করতে হবে।

ঋতুরাজ একজন খুবই ধূর্ত লোক। সে সহজে সত্যি কথা বলবে না। তাই জগদ্ধাত্রী তাকে ধরে রাখতে চাইছেন। কিন্তু ঋতুরাজকে ধরে রাখার জন্য জগদ্ধাত্রীকে কৌশিরীর সাহায্য নিতে হবে।

কৌশিকী ঋতুরাজের প্রাক্তন প্রেমিকা। সে ঋতুরাজের অনেক গোপন কথা জানে। তাই জগদ্ধাত্রী মনে করছেন কৌশিকী তাকে সাহায্য করতে পারবেন।

Related Articles