‘তোমার বাবার রাজত্ব নাকি’! ছেলেকে ধমক শাহরুখের, কিন্তু কেন?
'Your father's kingdom'! Shah Rukh scolds his son, but why?

Truth Of Bengal: তিনি শাহরুখ খান, বড় পর্দায় তাঁর উপস্থিতি মানেই উন্মাদনায় ভাসে কোটি কোটি অনুরাগী। তবে এবার আর বড় পর্দায় না বরং ওটিটি প্লাটফর্মেই বাজিমাত করতে চলেছেন বলিউড বাদশা। তবে এখানেও রয়েছে চমক। এবার ছেলে আরিয়ান খানের পরিচালনায় দেখা যাবে কিং খানকে। জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে আসছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘The Ba***ds of Bollywood’। এই সিরিজ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটল বাদশা পুত্রের।
সোমবার প্রকাশ্যে এসেছে সেই সিরিজের ঝলক। আর সেখানেই ধরা পড়েছে পিতা-পুত্রের যুগলবন্দি। আরিয়ান পরিচালিত সিরিজে শাহরুখ খানের উপস্থিতি নজরকাড়া। ২ মিনিট ১০ সেকেন্ডের প্রোমোয় দেখা গেল, একটি মাত্র সংলাপ বলতে গিয়ে বারবারই ব্যর্থ হতে হচ্ছে শাহরুখ। পরিচালক মহাশয় যেন তাঁর সব প্রচেষ্টাই একেবারে নাকচ করে দিচ্ছেন! শাহরুখ যা-ই করুন, কোনও কিছুই যেন তাঁর পছন্দ হচ্ছে না। এহেন উপদ্রবে অবশেষে তুমুল রেগে শাহরুখ প্রশ্ন ছুড়ে দেন, “তোমার বাবার রাজত্ব নাকি?” ক্যামেরার আড়াল থেকে মুখ বার করে হাসি মুখে আরিয়ানের সংক্ষিপ্ত উত্তর, “হ্যাঁ”। আর তারপর তিনি আরও বলেন, “চুপ, অব ম্যায় টেক করুঙ্গা, তুম সব চুপচাপ দেখোগে, অউর শিখোগে।”
এরপর শাহরুখ তার বিখ্যাত ডায়ালগ বলেন, “পিকচার তো সালো সে বাকি হ্যায়, পর শো আব শুরু হোগা। The Biggest, The Baddest, The Bravest, The Wackiest, Funnyest, Cheekiest, Maddest, Filmiest Show On the earth. আর এই শোয়ের নাম The Ba…ds of Bollywood।” তবে এর পরেই আরিয়ান খান বলেন, “পাপা, ক্যামেরা রোল নেহি হুয়া! এক অউর মিলেগা।”
এই শুনে শাহরুখ আবার রেগে যান এবং ছেলের দিকে তেড়ে গিয়ে বলেন, “তেরি তো…” তখন আরিয়ান ‘জওয়ান’ ছবির ডায়ালগ আওড়ে বলেন, “পাপা, বেটেকো হাত লাগানে সে প্যাহেলে…” আর এভাবেই ছেলের প্রথম পরিচালনা সিরিজের ঘোষণা করলেন কিং খান। ছোট এই প্রমো প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসিত তার অনুরাগীরা। ছেলে আরিয়ানের পরিচালনায় শাহরুখ খানকে দেখতে মুখিয়ে রয়েছে সিনেপ্রেমীরা।