বিনোদন

জিমে না গিয়েই এখন ছিপছিপে বিদ্যা, কীভাবে সম্ভব?

Without going to the gym now sneaking Vidya, how is it possible?

Truth Of Bengal : কোনওদিনই নায়িকাসুলভ ছিপছিপে চেহারার দেখতে ছিলেন না বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সুন্দর মুখশ্রীর জন্য প্রশংসিত হলেও স্থূলকায় চেহারার জন্য কম কটাক্ষ শুনতে হয়নি বলিউড অভিনেত্রীকে। বিয়ের পর একট সময় বেশ অনেকটাই ওজন বেড়েছিল। সেইসময় তার দিকে ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষ। ‘হাতি’, ‘জলহস্তি’র সাথেও অভিনেত্রীকে তুলনা করা হয়েছে। এমনকি ফ্যাশন চয়েস নিয়েও হয়েছেন ট্রোল। সামনেই মুক্তি পেতে চলেছে বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া ৩’। ছবির প্রচারের ফাঁকে বিদ্যাকে দেখে অনেকেই চমকে উঠেছেন। আগের চেয়ে অনেকখানি ওজন ঝরিয়েছেন সিদ্ধার্থ ঘরণী।

জানা গেছে, অভিনেত্রীর নাকি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ-র সমস্যা রয়েছে। আর তাই ওজন নিয়ন্ত্রণে বিদ্যাকে পড়তে হয় সমস্যায়। এই রোগের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যার মধ্যে অন্যতম ওজন বৃদ্ধি। তবে এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে বিদ্যা কোন ম্যাজিকে রোগা হলেন। খবর, বিদ্যা নাকি কোনওরকম জিম ছাড়াই শুধুমাত্র ডায়েটের সুবাদেই ওজন ঝরিয়েছেন। বিদ্যা জানিয়েছেন, “আমি রোগা হওয়ার জন্য অনেক লড়াই করেছি। ডায়েটের সাথে সাথে পাগলের মতো অনুশীলন করে গেছি। একটাই লক্ষ্য কি করে ওজন কমানো যায়। তারপর চলতি বছরের শুরুতে আমুরা নামে একটি পুষ্টিকর গ্রুপের কাছে ওজন কমানোর ব্যাপারে পরামর্শ নিই। তাদের কাছে পরামর্শ নিয়ে আমি সেগুলো খুব সুন্দর ভাবে মেনে চলি।” তারপর ধীরে ধীরে কমতে থাকে ওজন।

বিদ্যা বলেন, ছোটবেলা থেকেই ওজন নিয়ে অনেকে তাঁকে খিল্লি করত। যা মনোবল ভাঙার জন্য যথেষ্ট ছিল। বিদ্যা জানিয়েছেন এই প্রথম পুষ্টিকর গ্রুপের পরামর্শ মতো তিনি ওয়ার্ক আউট থেকে বিরত থেকেছেন।

Related Articles