বিনোদন

নিজের ১৭১ তম ছবিতে কোন অবতারে ধরা দিচ্ছেন রজনীকান্ত?

What avatar is Rajinikanth portraying in his 171st film?

The Truth Of Bengal :  সদ্য প্রকাশ্যে এল রজনীকান্তের নতুন ছবি কুলির টিজার। ছবির পরিচালক লোকেশ কানাগরাজ। ছবির টিজারে থালাইভা রজনী অনেক বেশি পাওয়ারফুল অবতারে ফিরে এলেন। এই ছবিটি হতে চলেছে তামিল সুপারস্টার রজনীকান্তের ফিল্মি কেরিয়ারের ১৭১ নম্বর ছবি। তাই এখন থেকেই এই ছবি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে রজনীভক্তদের।

ছবির টিজার অনুযায়ী পটভূমিতে একটি নির্দিষ্ট ঘড়ির সাথে গ্রেস্কেলের মাঝখানে রঙিন কব্জি ঘড়ির সাথে  বাঁধা রয়েছেন রজনী। এখানে ঘড়ির ব্যবহার প্রতীকি হিসেবে ব্যবহার করা হয়েছে। মূলত সিনেমার ভাষায় সময় বোঝাতে এই ঘড়ির ব্যবহার করা হয়। এর আগে ১৯৮১ সালে রজনী দ্য চলচ্চিত্রে একজন কুলির ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে, এই ছবিতে, রজনী কুলি থেকে বিপজ্জনক ডনে রূপান্তরিত হবে ছবির টিজার এমনটাই জানান দিল।

কুলির পরিচালক লোকেশ কানাগরাজ এর আগে দাবি করেছিলেন যে রজনীকান্তের কুলির সাথে তার অন্যান্য সিনেমার কোন সম্পর্ক নেই, সেক্ষেত্রে, মঙ্গারামের পরে কুলি হতে চলেছে তার ফিল্মোগ্রাফিতে দ্বিতীয় স্বতন্ত্র চলচ্চিত্র। আগামি বছর মুক্তি পাবে রজনীর এই গ্যাংস্টারধর্মী ছবি কুলি।

Related Articles