আবারো বিয়ের সানাই বি টাউনে , বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু
wedding again in B Town, Taapsee Pannu is going to get married

The Truth Of Bengal : বলিউডে আবারও বিয়ের সানাই । রাকুল প্রীত ও জ্যাকের বিয়ের রেশ কাটেনি এখনও । এরই মধ্যে আবারো এক খুশির খবর দিল তাপসী পান্নু । বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী তাপসী পান্নু । সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এমনটা জানিয়েছেন তিনি ।
বরাবরই বি টাউনে চর্চিত বিষয় থাকে অভিনেত্রী । এমনকি নিজের ব্যাক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি । তবে , এখন নায়িকার জীবনের বিষয়ে জানতে কারো বাকি নেই। ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়ের সাথে দীর্ঘদিনের প্রেম তার । আর তাদের এই প্রেমের সম্পর্কই এবার বিয়েতে পরিণত হতে চলেছে ।
মার্চ মাসেই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাপসী ও ম্যাথিয়াস বোয়ের । তারা শিখ ও খ্রিস্টান এই দুই নিয়মেই বিয়ে করবেন। সূত্রের খবর অনুযায়ী , তাদের এই বিয়েতে পরিবারের মানুষজনই শুধুমাত্র উপস্থিত থাকবেন । বলিউডের তেমন কাউকে দেখা যাবে না । কারণ তাপসী ও ম্যাথিয়াস পারিবারিকভাবেই বিয়েটাকে সারতে চাইছেন।
Free Access