বিনোদন

ভাইরাল ‘থ্রী ইডিয়টস’ একটি দৃশ্য, দ্য একাডেমির অফিসিয়াল হ্যান্ডেলে ছবির পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

Viral 'Three Idiots' Scene, Speculation Abounds Over Picture Post On The Academy's Official Handle

The Truth Of Bengal : সম্প্রতি ,দ্য একাডেমির অফিসিয়াল হ্যান্ডেল  আমির খান অভিনীত চলচ্চিত্র, 3 ইডিয়টস এর থেকে একটি ক্লিপ পোস্ট করে।  তার পরেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। থ্রি ইডিয়টসের অস্কার পাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ভক্তরা।

২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’ । নামে ইডিয়টস থাকলে কি হবে , আসলে এটি একটি শিক্ষণীয় চমৎকার গল্পের উপস্থাপন করে।  তিনজন কলেজগামী ইঞ্জিনিয়ারিং ছাত্রকে কেন্দ্র করে নির্মিত ছবিটি এটি। যেখানে মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে, আমির খান , আর মাধবন এবং শারমন জোশি। এছাড়াও কারিনা কাপুরকে অভিনয় করতে  দেখা গিয়েছে এই ছবিতে। রাজকুমার হিরানী পরিচালিত 3 ইডিয়টস মুক্তির পরে দারুন সাফল্য পায়।  থ্রি ইডিয়টস ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। এই সিনেমাটি ছয়টি ফিল্ম ফেয়ার, দশটি স্টার স্ক্রিন এবং ষোলটি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। চলচ্চিত্রটি তামিল ভাষায় পুনঃনির্মিত হয় নানবান নামে,  যা ২০১২ সালে মুক্তি পেয়েছিলো।

Related Articles