বিনোদন

‘দ্য নাইট ম্যানেজার সিজন ২’-তে আদিত্য কাপুরের সঙ্গে অভিনয় করেছেন টম হিডেলস্টোন

Tom Hiddleston cameo in The Night Manager Season 2

The Truth of Bengal: বলিউডে পা রেখেছিলেন আশিক টু ছবির মাধ্যমে। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন আদিত্য রায় কাপুর। তবে সেভাবে পসার জমাতে পারলেও, ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেই সাফল্য যেন নিজে থেকেই ধরা দিচ্ছে আদিত্য কাপুরের কাছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল দ্যা নাইট ম্যানেজারের প্রথম সিজন। প্রথম সিজিনেই ব্যাপক সাড়া পেয়েছেন সিরিজের নির্মাতারা।

এবার শুরু হতে চলেছে সোশ্যাল সিরিজের দ্বিতীয় সিজন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা স্বয়ং। সেই সঙ্গে সিরিজ সম্পর্কে নতুন খবরও দিলেন পরিচালক সন্দীপ মোদি তিনি জানালেন খুব তাড়াতাড়ি এক ফ্রেমে দেখতে পাওয়া যেতে পারে, দুই নাইট ম্যানেজারকে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ব্রিটিশ টেলিভিশন সিরিজ দা নাইট ম্যানেজার। সেই ব্রিটিশ সংস্করণের ভারতীয় সংস্করণ হচ্ছে দা নাইট ম্যানেজার সিজন ওয়ান। যেখানে আমরা পেয়েছি আদিত্য রায় কাপুরকে। ব্রিটিশ সিরিজে মুখ্য চরিত্রে ছিলেন অর্থাৎ নাইট ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেতা টম হিডেলস্টন।

https://truthofbengal.com/entertainment/hrithik-roshan-latest-instagram-post/27126/

ভারতীয় সংস্করণে দা নাইট ম্যানেজার সিজন ওয়ান দেখে অভিভূত হয়ে ইতিমধ্যেই ভিডিও কল করে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ অভিনেতা। খুব শীঘ্রই নাকি নাইট ম্যানেজারের ক্রস দেখতে পেতে চলেছেন দর্শক ও অনুরাগীরা এমনটাই সম্ভাবনার কথা জানালেন পরিচালক সন্দীপ মোদি। দা নাইট ম্যানেজার সিজন ওয়ানের বিপুল সাফল্যের পর এবার দ্বিতীয় সিজন নিয়েও অধীর আগ্রহে অপেক্ষায় আদিত্য বিরাগী থেকে দর্শক মহল।