বিনোদন

শুভমন-সারার প্রেমের গুঞ্জন মাঝে তিয়াসার আগমন! 

Shubman-Sara relationship

The Truth of Bengal: ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা তিয়াসা। শুভমন ও সচিন কন্যা সারার প্রেম নিয়ে গুঞ্জন সর্বত্র। এবার তার মধ্যে নতুন সংযোজন টলি নায়িকার এই প্রেমপর্ব। শুভমন ও তিয়াসার প্রেমের গুঞ্জন শুরু হয় কিছুদিন আগে।

তিয়াসা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভমনকে নিয়ে স্টোরি পোস্ট করেছিলেন। যেখানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ট্রেন্ডি “সো বিউটিফুল সো এলিগ্যান্ট” এই ডায়লগটি ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় শুভমনকে চিয়ারআপ করেছেন তিয়াসা।

তিয়াসার এই স্টোরির পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও তারা কেউই এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে, তিয়াসার এই আগমন শুভমন-সারার প্রেমকে কতটা প্রভাবিত করবে তা এখনই বলা মুশকিল।

Related Articles